হোম > প্রবাস

কুয়ালালামপুরে পাইকারি শপিং মলে অভিযান, আটক ১২৪

প্রবাস ডেস্ক

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিটের পাইকারি শপিং মল ‘জিএম প্লাজা এবং ‘হাজী তাইব হোলসেল সেন্টারে’ সাঁড়াশি অভিযানে ১২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ জানিয়েছেন।

এই অভিযানে কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের সাথে মালয়েশিয়ার কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর কর্মকর্তারা অংশ নেন।

ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ আরও জানান, অভিযানে মোট ২০৫ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১২৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ২০ থেকে ৫৯ বছর বয়সি।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্সবিহীন ব্যবসা, বিদেশি কর্মীর পাসের অপব্যবহার এবং অবৈধ অভিবাসীদের উপস্থিতির কারণে স্থানীয় নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

আটকদের বিরুদ্ধে বৈধ নথিপত্র ও ভ্রমণ পাসের অভাব এবং অতিরিক্ত সময় অবস্থান করার দায়ে মালয়েশিয়ার অভিবাসন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে ডিবিকেএল লাইসেন্সবিহীন ব্যবসা এবং বিদেশি শ্রমিক নিয়োগের জন্য ছয়টি বিভিন্ন অপরাধের জরিমানা জারি করেছে এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে।

এছাড়া, কেপিডিএন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য ট্যাগিং সংক্রান্ত সাতটি অপরাধের জন্য মোট সাড়ে ৬ হাজার রিঙ্গিতের জরিমানা করেছে। এছাড়াও তারা ১১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করে ২৫টি অপরাধ নথিভুক্ত করেছে।

সৌদি প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

দণ্ডিত ২৫ জুলাইযোদ্ধাকে ক্ষমা করল আমিরাত

প্রবাসীদের জন্য সুখবর, ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ

উটের সঙ্গে গাড়ির ধাক্কা, ওমানে একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ব্যালট পেতে চরম বিড়ম্বনার শিকার প্রবাসীরা

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শেষ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির স্মরণসভা ও দোয়া

খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ছিলো সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ

সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর রেকর্ড

পোস্টাল ভোট দিতে নিবন্ধন ১২ লাখ ১৯ হাজার