হোম > প্রবাস

তুরস্কের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্ট

তুরস্কের ইস্তাম্বুল, আঙ্কারা ও কোনিয়াসহ বিভিন্ন শহরে ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এসব আয়োজনে অংশগ্রহণ করেন শত শত প্রবাসী বাংলাদেশি, যারা প্রবাসের ব্যস্ত জীবনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের আবেশে মিলিত হন এক আনন্দঘন পরিবেশে।

ইস্তাম্বুলে বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সংস্থা (বেকদের) এবং বাংলাদেশ কমিউনিটি ইন তুর্কিয়ে (বিসিটি)-এর যৌথ আয়োজনে গোল্ডেন হর্নের পাড়ে আয়োজিত হয় ঈদের এক বর্ণিল পুনর্মিলনী। দুই শতাধিক প্রবাসীর অংশগ্রহণে আয়োজনে ছিল শিশুদের বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, তরুণদের ফুটবল, গুপ্তধন খোঁজা, মোরগ লড়াই ও বেলুন ফাটানো। নারীদের জন্য ছিল বালিশ খেলা এবং সবার মাঝে জনপ্রিয়তা পায় বিবাহিত বনাম অবিবাহিতদের দড়ি টানাটানি প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেকদের চেয়ারম্যান ড. হাফিজুর রহমান এবং ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক। স্বাগত বক্তব্য দেন বিসিটির আহ্বায়ক ড. শাহেন শাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেকদেরের কার্যকরী কমিটির সদস্য ড. রহমতউল্লাহ, নেয়ামতউল্লাহ মাসউদ, ড. আব্দল্লাহ আল মামুন ও ড. নুরুদ্দিন হামীম। এছাড়াও উপস্থিত ছিলেন যাকির হোসেন, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার তারেক হাসান, ডা. সিরাজুল ইসলাম, মোহাম্মদ রেজাউল কারিম, ইঞ্জিনিয়ার সিফাত পাটোয়ারী এবং মো. শাহিনুর আলম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বেকদের ইস্তানবুল ছাত্র শাখার সভাপতি মিনহাজুল আবেদীন ও শহীদুল ইসলাম।

তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আলতিনদা পার্কে আয়োজিত হয় আরেকটি প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী, যেখানে শতাধিক প্রবাসী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেকদের আঙ্কারা শাখার সভাপতি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এম. আমানুল হক, যিনি স্বপরিবারে অংশগ্রহণ করে প্রবাসীদের উৎসাহিত করেন এবং তাঁর বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সহযোগিতা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন দূতাবাসের সামরিক উপদেষ্টা ইফতেকুর রহমান, কাউন্সেলর শাহনুর আলম, ফার্স্ট সেক্রেটারি শফিক উদ্দিন, প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর সাইফুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি সংগঠক মাহফুজুর রহমান রানা, সহকারী অধ্যাপক সাইয়্যেদ রাশেদ হাসান চৌধুরী, বেকদের-এর এইচআরডি সেক্রেটারি মুহাম্মদ মুহিবুল্লাহ এবং আঙ্কারা শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে দড়ি টানাটানি, বেলুন খেলা এবং দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে সকলে মেতে ওঠেন ঈদের আনন্দে।

ঐতিহাসিক কোনিয়ায় মাওলানা জালালুদ্দিন রুমির স্মৃতিবিজড়িত শহরে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত হয় এক হৃদয়ছোঁয়া ঈদ পুনর্মিলনী। ঈদের দিন সকালে কোরবানির মাধ্যমে শুরু হয় আয়োজন, যেখানে সকলে একত্রে জবাই, গোশত প্রস্তুত ও রান্নার কাজে অংশ নিয়ে গড়ে তোলেন সম্প্রীতির পরিবেশ। বিকেলে খেলাধুলা, আড্ডা এবং দেশীয় খাবারের আয়োজন সকলকে এনে দেয় প্রিয় স্বদেশের ঈদের অনুভব।

এছাড়াও গাজিয়ানতেপ, কায়সেরী, বুরসা, সাকারিয়া ও তোকাতসহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে নানা আয়োজনে ঈদ উদযাপন করেন। প্রবাসে এ আয়োজনগুলো শুধু উৎসব নয়, বরং সামাজিক বন্ধন ও জাতিগত পরিচয়ের এক শক্ত ভিত হিসেবে কাজ করছে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি তারেক, সম্পাদক আকরাম

সৌদি প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

দণ্ডিত ২৫ জুলাইযোদ্ধাকে ক্ষমা করল আমিরাত

প্রবাসীদের জন্য সুখবর, ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ

উটের সঙ্গে গাড়ির ধাক্কা, ওমানে একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ব্যালট পেতে চরম বিড়ম্বনার শিকার প্রবাসীরা

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শেষ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির স্মরণসভা ও দোয়া

খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ছিলো সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ

সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর রেকর্ড