হোম > প্রবাস

মামদানির টিমে ফরহাদ মজহারের মেয়েসহ ১০ বাংলাদেশি

আমার দেশ অনলাইন

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং ফরহাদ মজহারের মেয়ে সমতলী হক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির রাজনীতিতে বাংলাদেশিদের দীর্ঘদিনের পরিশ্রম এবার স্বার্থক হয়েছে। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সদ্যঘোষিত ট্রানজিশন টিমে একসঙ্গে ১০ জন বাংলাদেশি অন্তর্ভুক্ত হয়েছেন।

তাদের মধ্যে বাংলাদেশি কবি ও চিন্তক ফরহাদ মজহারের কন্যা সমতলী হকও রয়েছেন। সমতলী সিটি ইউনিভিারসিটি অব নিউইয়র্কে অধ্যাপনা করেন। তিনি একজন মানবাধিকারকর্মী।

অধ্যাপনা শুরুর আগে লেবার অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। মামদানির মেয়র প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনি প্রচারণায় ছিলেন। মামদানির সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

ফরহাদ মজহারের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান সমতলী। তিনি পুয়ের্তো রিকোর একজনকে বিয়ে করেছেন। তারা নিউইয়র্কে বাস করেন। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে।

টিমে স্থান পাওয়া অপর বাংলাদেশিরা হলেন—নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, শ্রম অধিকার সংগঠক মোহাম্মদ করিম চৌধুরী, অভিবাসন অধিকারকর্মী ফারিহাহ আখতার, ক্ষুদ্র ব্যবসা খাতের সংগঠক ও মুসলিম কমিউনিটির নেতা আরমান চৌধুরী, সামাজিক সংগঠন ভালো ও ম্যাসভোটের সংগঠক শাহরিয়ার রহমান, শিক্ষা-যুব খাতে পরিচিত সংগঠক তাজিন আজাদ, আইন ও ন্যায়বিষয়ক ক্ষেত্রের প্রতিনিধি এবং স্ট্যাটেন আইল্যান্ড ইসলামিক সেন্টারের প্রতিনিধিত্বকারী কমিউনিটি সংগঠক ইমরান পাশা।

চার শতাধিক বিশেষজ্ঞ, কর্মী ও কমিউনিটি নেতার সমন্বয়ে এ বৃহৎ ট্রানজিশন টিম গঠিত হয়েছে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা, দক্ষতা ও দীর্ঘদিনের কাজের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ১৭টি কমিটির বিভিন্ন দায়িত্বে মনোনীত হয়েছেন।

৪০০ জনের দীর্ঘ তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এবারের ট্রানজিশন টিমে ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়সহ দক্ষিণ এশিয়ার নানা কমিউনিটির প্রতিনিধিত্ব থাকলেও, বাংলাদেশিদের এত বড় সম্মিলিত উপস্থিতি এবারই প্রথম, যা প্রবাসী কমিউনিটির অবস্থানকে আরো শক্তিশালীভাবে তুলে ধরেছে।

সিডনিতে বাংলাদেশীদের মসজিদ নির্মাণে ফান্ডরেইজিং ডিনার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৪ প্রবাসী

নির্বাচনে ভোট দিতে ২৯৭০৮ প্রবাসীর নিবন্ধন

কুয়ালালামপুরে পাইকারি শপিং মলে অভিযান, আটক ১২৪

পোস্টাল ভোটে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি আগ্রহী

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের উদ্যোগ অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

যে পদ্ধতিতে প্রবাসীরা ভোটের নিবন্ধন করবেন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসী গ্রেপ্তার

বিসিএওসির আয়োজনে ক্যালগেরিতে অনুষ্ঠিত হচ্ছে কনস্যুলার সার্ভিস

মিশরে কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশি ইউসুফের কৃতিত্ব