হোম > প্রবাস

সুষ্ঠু নির্বাচনে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান

ব্রিটিশ সং‌সদে গোল‌টে‌বিল

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে গভীর উদ্বেগ ও আশাবাদ ব্যক্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এই সংকটকালে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মনোযোগী হতে তত্ত্বাবধায়ক সরকারের (অন্তর্বর্তী সরকার) প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

ব্রিটে‌নের বাংলা গণমাধ্যম কর্মী‌দের প্রতি‌নি‌ধিত্বশীল সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লা‌বের উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টে এই গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয়।

হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে মূল ফোকাস ছিল, "বাংলাদেশের ভবিষ্যৎ—কীভাবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়?" বক্তারা একমত হন যে, অভ্যুত্থানের পর যে নৈতিক শক্তি নিয়ে ক্ষমতা এসেছিল, তার প্রথম কাজ হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।

আলোচনায় উঠে আসে, নির্বাচন পিছিয়ে দেওয়া বা গণতান্ত্রিক প্রস্তুতিতে ঘাটতি থাকলে জনগণের মধ্যে তৈরি হওয়া হতাশা আরও বড় রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে।

সভাপতির বক্তব্যে ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন বলেন, বাংলাদেশের মানুষের প্রত‌্যাশা পুর‌নে সেই আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সরকার‌কে একটি রোডম্যাপ তৈরি করতে হবে, যাতে দ্রুতই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়।

সভায় লেবার পার্টির জ্যেষ্ঠ এমপি রোশনারা আলী, রূপা হক এমপি তা‌দের বক্ত‌ব্যে বাংলাদে‌শের গণতন্ত্র ও সুশাসনের উপর জোর দেন।

প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবা‌দিক রেজা আহমদ ফয়সল চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং বলেন, "গণমাধ্যম হিসেবে আমরা জনগণের কণ্ঠস্বর। বর্তমানে বাংলা‌দেশে তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা ও সীমাবদ্ধতা র‌য়েছে। তা দ্রুত নিরসনের একমাত্র উপায় হলো সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে জাতিকে একটি আশার আলো দেখানো।

কনজার‌ভে‌টিভ পার্টির সা‌বেক এম‌পি ও মেয়র প্রার্থী ডা. আনেওয়ারা আলী বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে।

লেবার পার্টির পলিটিক্যাল অ্যাডভাইজার জাহিন আহমদ ব‌লেন, যুক্তরাজ্যের লেবার পার্টি গণতন্ত্র এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের পাশে আছে।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন হোসেন ব‌লেন, সরকার সুষ্ঠু নির্বাচন আ‌য়োজনে কাজ করছে।

সভায় ইউকে বাংলা প্রেস ক্লা‌বের সি‌নিয়র সহ-সভাপতি মুন‌জের আহমদ চৌধুরী ব‌লেন, বাংলা‌দে‌শে স্বৈরাচা‌রের গণঅভ‌্যত্থা‌নের মাধ‌্যমে পত‌নের পর এক বছ‌রের বেশি সময় পে‌রি‌য়ে গে‌ছে। বাংলা‌দে‌শের বেশিরভাগ মানুষ নোবেল ল‌রি‌য়েট ড. ইউনূস‌ দে‌শের অর্থবহ ইতিবাচক প‌রিবর্তনের জন‌্য কিছু কর‌তে পার‌বে সেই আশা ক‌রে‌ছিল। কিন্তু বাস্তবতা হ‌লো কিছু কাগ‌জে স্বাক্ষর করা ছাড়া সেই কাং‌খিত অর্থবহ ইতিবাচক প‌‌রিবর্তনের কোন লক্ষণ আমরা দেখ‌তে পা‌চ্ছি না।

ড. ইউনুসকে নি‌য়ে জনম‌ানু‌ষের যে প্রত‌্যাশা ছিল তা পুরোন হয়‌নি। তি‌নি নি‌জের পুরস্কার সংগ্রহের জন‌্য দে‌শে দে‌শে ঘু‌রে বেড়া‌চ্ছেন। প্রায় দু দশক প‌রে এক‌টি সুষ্ঠ অবাধ নির‌পেক্ষ নির্বাচন আ‌য়োজ‌নের যে ধর‌নের প্রস্তু‌তি দরকার তার খুব ভা‌লো প্রস্তু‌তি আমরা দেখ‌ছি না। মা‌ঠে থাকা দলগু‌লো শুধুমাত্র যে‌কোন ভা‌বে হোক ক্ষমতায় যাবার লড়াই কর‌ছে। সরকার ক্ষমতা‌কে প্রল‌ম্বিত কর‌তে চাই‌ছে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলা‌দে‌শে সা‌বেক রাষ্ট্রপ‌তির উপ‌দেষ্টা মোখ‌লেছুর রহমান চৌধুরী, প্রবীণ কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুক, লেবার পার্টির পলিটিক্যাল অ্যাডভাইজার জাহিন আহমদ, ব্যারিস্টার রেজা চৌধুরী, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন, ইউকে বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুনজের আহমদ চৌধুরী, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি আরিফ আল মাহফুজ, সাবেক সেক্রেটারি সাইদুল ইসলাম, ট্রেজারার মাহবুবুল করীম সুয়েদ, সাংগঠ‌নিক সম্পাদক এস এম সামসুর রহমান সু‌মেল,সাংবা‌দিক আ‌নোয়ারুল ইসলাম অ‌ভি, প্রেসক্লা‌বের যুগ্ম সাধ‌ারন সম্পাদক তানভীর আহমেদ, জা‌হেদ আহমদ,আব্দুল বাসিত চৌধুরী, ব‌্যবসায়ী নিশাদ দস্তগীর, আক্তার হোসেন টুটুল,ব‌্যা‌রিষ্টার মিজানুর রহমান,সাংবা‌দিক এমদাদ‌ুল হক প্রমুখ।

আলোচনাটি শেষ হয় এই ঐকমত্যের মধ্য দিয়ে যে, বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে দ্রুত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।

সৌদি প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

দণ্ডিত ২৫ জুলাইযোদ্ধাকে ক্ষমা করল আমিরাত

প্রবাসীদের জন্য সুখবর, ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ

উটের সঙ্গে গাড়ির ধাক্কা, ওমানে একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ব্যালট পেতে চরম বিড়ম্বনার শিকার প্রবাসীরা

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শেষ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির স্মরণসভা ও দোয়া

খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ছিলো সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ

সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর রেকর্ড

পোস্টাল ভোট দিতে নিবন্ধন ১২ লাখ ১৯ হাজার