হোম > বিনোদন

‘লাইজু’ নাটকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং

বিনোদন রিপোর্টার

এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে প্রধান করে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘লাইজু’। এতে সাদিয়ার বিপরীতে অভিনয় করছেন মুশফিক আর ফারহান।

সিএমভি’র ব্যানারে এ কে পরাগের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন ভাস্কর জনি।

‘লাইজু নামের একটা মেয়ে হারানো গিয়েছে, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পায় তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’ মাইকে এমন ঘোষণার মধ্য দিয়ে গল্পের শুরু। এরপর এই লাইজুকে ঘিরে কাবিলপুর গ্রামে গড়ায় অনেক জল।

নাটকে অভিনয় প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘নাটকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এখানে আমার চরিত্রের নাম লাইলি আর আমার কো আর্টিস্টের নাম জুয়েল। লাইলি আর জুয়েল মিলে হয়েছে লাইজু। এখানে আমি কথা বলতে পারি না। কথা না বলেই অভিনয়টি করা যা ছিল আমার জন্য বেশ চ্যালেঞ্জিং একটি কাজ।’


নির্মাতা জানান, গল্পের একপর্যায়ে ঠিকই ফিরে আসে লাইজু। কিন্তু তাকে কেউ ভূত মনে করে। কেউ পাগল ভাবে। চলতে থাকে কাবিলপুর গ্রামে লাইজুকে ঘিরে গ্রাম্য রাজনীতি।

নির্মাতার মতে, ‘ঈদে অসংখ্য নাটক নির্মাণ হয় বটে। যার বেশিরভাগই কমেডি ঘরানার। তবে এবার আমি চেষ্টা করেছি একটু সিরিয়াস গল্প বলতে। যেখানে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরা যায়। এর মধ্যে মজার ঘটনাও রয়েছে, আবার সিরিয়াস প্রেমের রসায়নও থাকছে। সব মিলিয়ে আমি মনে করি, ঈদে দর্শকদের জন্য এটা দারুণ একটা কনটেন্ট।’

‘লাইজু’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘লাইজু’সহ প্রায় ২০টি কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শকদের। যার সব কটি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে সিএমভির ইউটিউব চ্যানেলে।

স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

মাধুরীর শো-তে গিয়ে ক্ষুব্ধ দর্শক, টাকা ফেরতের দাবি

কাশ্মীর চলচ্চিত্র উৎসবে ‘নয়া মানুষ’

রাস উৎসবে মণিপুরী সিনেমা

জোহরান মামদানির বিজয় নিয়ে যা বললেন সায়ান

উপস্থাপনায় ফিরছেন তাহসান

মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপার প্রতিক্রিয়া

কোটির ঘর পেরিয়ে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’

সিনেমায় ফিরলেন তানিয়া বৃষ্টি