হোম > বিনোদন

‘খালেদা জিয়া গ্রেসফুলি যে লড়াই করেছেন, জীবদ্দশায় তার ফল দেখে গেছেন’

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন রিপোর্টার

বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে চলছে শোকের মাতম। এই শোকের মাঝেও আলোচনায় জায়গা করে নিয়েছেন তাঁর দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীনতা। সেই আলোচনায় যুক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার, ৩১ ডিসেম্বর নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন ফারুকী। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিশাল পরিবর্তন হয়েছে। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতিকে বছরের পর বছর যারা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মহলের যোগসাজশে অবজ্ঞা করতে চেয়েছিলেন, তারাই আজকে জিয়া-খালেদা জিয়ার বাংলাদেশপন্থি রাজনীতিকে উদযাপন করছেন। এ থেকে বোঝা যায়, দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন- সার্বভৌমত্ব এবং বাংলাদেশ প্রথম নীতিকে অগ্রাহ্য করার আর সুযোগ নেই।’

ফারুকী আরও লিখেছেন, ‘অন্য কোনো প্রশ্নের ঢাল দিয়ে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আড়াল করা যাবে না, বাংলাদেশের জন্য চব্বিশের এটাই শ্রেষ্ঠ উপহার। আনন্দের বিষয় এই যে, বেগম খালেদা জিয়া গ্রেসফুলি এবং দৃঢ়তার সঙ্গে দীর্ঘদিন যে বিষয়ে লড়াই করেছেন, জীবদ্দশায় তার ফল দেখে গেছেন।’

সবশেষ সংস্কৃতি উপদেষ্টা লিখেছেন, ‘তিনি যে আজকে এ রকম সম্মানের বিদায় নিয়ে যাচ্ছেন, তার পেছনে অনেক কারণের একটা দেশের প্রশ্নে তার অনমনীয় অবস্থান, এই একই কারণেই এই প্রজন্মের কাছে তিনি এতটা রিলেভেন্ট।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।

নির্বাচনী প্রচারনা’র থিম সং গাইলেন তারা

কুমার বিশ্বজিৎ-এর সুরে আসছে মৌমিতার গান

ধীরে ধীরে খালেদা জিয়াকে শেষ করে দেয়ার কঠিন চেষ্টা হয়েছে

‘আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না’

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন বেবী নাজনী‌ন

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন অনুষ্ঠান বন্ধ রেখেছে শিল্পকলা

খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে: পরীমনি

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক ও শ্রদ্ধা

সিনেমাকে বিদায় জানিয়ে রাজনীতিতে থালাপতি বিজয়

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী