বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) প্রবর্তিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন অভিনেতা মো. এরশাদ হাসান। মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয়ের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
গতকাল, শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠান।
অভিনয়ে অসাধারণ দক্ষতায় ইতোমধ্যে মো. এরশাদ হাসান টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসাবে ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড ২০২৫, অনুরাগ স্টার সম্মাননা ২০২৫, সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫, হিরণ কিরণ নাট্য পদক ২০২৪ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকাস্থ জাপানি দূতাবাসের যৌথ প্রযোজনা ‘একশ বস্তা চাল’ নাটকের অভিনেতা হিসাবে ‘আন্তর্জাতিক উচিমুরা পুরস্কার-২০০৮’সহ অভিনয়ে শ্রেষ্ঠত্বের জন্য দেশ-বিদেশে অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
পুরস্কারপ্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করে অভিনেতা মো. এরশাদ হাসান বলেন, এই পুরস্কার আমার অভিনয় জীবনের জন্য এক বড় প্রেরণা। মঞ্চ ও টেলিভিশন উভয় মাধ্যমেই দর্শকদের ভালোবাসাই আমার আসল শক্তি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার উৎসাহ দিলো।'