এলিনা শাম্মী একাধারে একজন নাট্যকার, উপস্থাপিকা ও অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাটকও রচনা করেন নিয়মিত। বিটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবার জন্য নির্মিত হয়েছে এলিনা শাম্মীরই রচনায় বিশেষ নাটক ‘ব্যাচেলর ডায়েরী’। নাটকটি বিটিভিরই প্রযোজনায় নির্মিত হয়েছে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, মীর রাব্বি, এলিনা শাম্মী, আইনূন পুতুল, মারিয়া ফারিহা উপমা, কবির টুটুল, ফিরোজ শাহী, আল আমিন সবুজ।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘বিটিভিতে কাজ করেই কিন্তু আজকের আমি। এক জীবনের বিটিভির জন্য যে দর্শকপ্রিয়তা, যে ভালোবাসা পেয়েছি তা আর কোনোকিছুর সাথে তুলনা হয় না। তাই বিটিভিতে কাজ করতে এলে ভীষণ আপ্লুত হয়ে পড়ি। বিটিভি আমার কাছে এক অন্যরকম আবেগ, ভালোবাসার জায়গা। ব্যাচেলর ডায়েরী নাটকটির গল্প খুব সুন্দর। শাম্মী চমৎকার একটি গল্প লিখেছে। অভিনয়ও ভালো করে শাম্মী। নাটকটিতে আর যারা অভিনয় করেছে প্রত্যেকেই যার যার চরিত্রে বেশ ভালো অভিনয় করেছে। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে।’
এলিনা শাম্মী বলেন, ‘ব্যাচেলর ডায়েরি একটি পারিবারিক ও সমাজ ঘনিষ্ঠ নাটক। যা সব বয়সী দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। আর শ্রদ্ধেয় ডলি জহুর আপার সঙ্গে আমার অভিনয় জীবনে এটাই প্রথম কাজ। এই বয়সেও তিনি এত ডেডিকেটেড। এই বয়সে এসেও তার এতকিছু মনে থাকে, কস্টিউম কন্টিউনিটি মনে থাকে-এমন আরো অনেককিছু যা তার কাছে শেখার আছে। শুটিং যখনই আমরা টুকটাক ভুল করেছি, তিনি বেশ আন্তরিকতা নিয়ে কারেকশন করে দিয়েছেন। এটা সত্যিই অনেক ভালোলাগার বিষয়। আমি আগামীতেও ডলি আপার সঙ্গে আরো কাজ করার আকাঙ্ক্ষা রাখি।’
মীর রাব্বি বলেন, ‘এই নাটকে অভিনয় করা আমার জন্য সত্যিই নতুন এক অভিজ্ঞতা। এর আগেও আমি তৌকীর ভাই, অনিমেষ দাদার নির্দেশনায় বিটিভির নাটকে অভিনয় করেছি। কিন্তু সেগুলো বেশিরভাগই আউটডোর বেইজড কাজ ছিলো। কিন্তু ব্যাচেলর ডায়েরী-নাটকটি বিটিভির অভ্যন্তরে সেট বেইজড কাজ ছিলো। রিয়েল লোকেশনে কাজ করে করে এক ধরনের অভ্যস্ততা, সেখান থেকে পুরোপুরি সেট বেইজড কাজ করা-এটা একেবারেই নতুন অভিজ্ঞতা ছিলো। যেহেতু প্রথমবার ছিলো, তাই বলা যায় আমি শেখার চেষ্টা করেছি এবং আগামীতে এই ধরনের কাজে অভ্যস্ত হবো। ডলি মায়ের সঙ্গে এর আগেও কাজ করেছি, তবে গল্পের প্রয়োজনে তাকে যতোটুকু সময় পেয়েছি, আরেকটু বেশি পেলে হয়তো আরো ভালো হতো।’