হোম > বিনোদন

ঈদে মুক্তির লক্ষ্যে শুটিং শুরু প্রিন্স সিনেমার

বিনোদন রিপোর্টার

সব জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। ভিসা জটিলতা ও দেশের বাইরের লোকেশন নিয়ে নানা গুঞ্জন থাকলেও গত মঙ্গলবার থেকে ঢাকায় ক্যামেরা ওপেন হয়েছে সিনেমাটির। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ‘প্রিন্স’ টিম। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। এর মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে নির্মাতা আবু হায়াত মাহমুদের। দুই শতাধিক ফিকশন ও ডকুমেন্টারি নির্মাণের অভিজ্ঞতাসম্পন্ন এই নির্মাতা তার প্রথম সিনেমার জন্য বেছে নিয়েছেন শাকিব খানকে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকায় টানা চারদিন শুটিং চলবে। এরপর পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায়। সেখানেই হবে সিনেমার বাকি অংশের দৃশ্য ধারণ। জানা গেছে, মেগাস্টার শাকিব খান আগামী সপ্তাহ থেকে দেশের বাইরের লটে শুটিংয়ে অংশ নেবেন। তবে অন্যান্য শিল্পী মঙ্গলবার থেকে ঢাকার শুটিংয়ে অংশ নিয়েছেন। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় তিন মুখ—জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূরকে।

তারকাবহুল এ সিনেমায় আরো অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো গুণী শিল্পীরা। সিনেমাটি ঘোষণার পর থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে, এটি ৯০ দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। তবে নির্মাতা হায়াত মাহমুদ আগেই স্পষ্ট করেছেন, এ গুঞ্জনের কোনো ভিত্তি নেই। ‘প্রিন্স’ নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর সিনেমা নয়, এটি সম্পূর্ণ গুজব। সব ঠিক থাকলে আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে ধামাকা নিয়ে হাজির হবে ‘প্রিন্স’।

‘বাবার চোখে জল’ নিয়ে একসাথে সেলিম-শাহেদ

বিভাগীয় শহরেও মানুষ সিনেমা দেখতে চান: রিজওয়ানা হাসান

দেশে মুক্তি পাচ্ছে সুলতানাস ড্রিম

'আমার স্ট্রোকের খবরে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন'

আবারো একসাথে রাজ-মীম

বিটিভিতে শাম্মীর রচিত নাটক ‘ব্যাচেলর ডায়েরী’

সীমান্ত হত্যার প্রতিবাদে চলছে আলোকচিত্র প্রদর্শনী

বিরতি ভেঙে ফিরছে অপূর্ব-বিন্দু জুটি

হাদিকে নিয়ে মুশাহিদ মুনাওয়ারের ছয় গান

দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব