হোম > বিনোদন

তারকাদের প্রশংসায় ভাসছেন শহিদুল আলম

বিনোদন রিপোর্টার

অবরোধের শিকার গাজা উপত্যকায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছানো এবং ইসরাইলের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযান চলছে। যেখানে অংশ নিয়েছে ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান। এতে অংশ নিয়েছেন প্রায় ৫০০ জন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকার কর্মী। এই যাত্রায় গাজা অভিমুখী একটি নৌযানে (কনশেন্স ফ্লোটিলা) আছেন বাংলাদেশি অধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলমও। বুকে জুলাই শহীদ আবু সাঈদ আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে ইসরাইলি বাহিনী ও সামুদ্রিক ঝড়ের ভয়কে উপেক্ষা করে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তাদের জাহাজ।

শহিদুল আলমের প্রশংসায় তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে যাচ্ছেন নানা কথা। নিজের ভেরিফায়েড প্রোফাইলে শহিদুল আলমের ছবি দিয়ে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ লিখেছেন, ‘আসেন আজকের জন্য হলেও আমাদের শহিদুল আলম ভাইকে আমরা আমাদের প্রোফাইল পিকচার করি। ফিলিস্তিনিদের জন্য মানুষটা আমাদের বাংলাদেশের পতাকা আর বুকে আবু সাঈদকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এতকিছু করছেন। তার জন্য জাতির পক্ষ থেকে আমাদের ভালোবাসা অবিরাম।’ এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম লিখেছেন, ‘আল্লাহ ভরসা, বাংলাদেশের ফটোগ্রাফার শহিদুল আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এক মিশনে নেমেছেন। তার সঙ্গে আছে বিশ্বজুড়ে আলোচিত অ্যাক্টিভিস্টরা। এই দলটি অনেক জাহাজে করে সমুদ্রপথে গাজা উপকূলের দিকে যাচ্ছে। এই দলের মূল উদ্দেশ্য হলো, সেখানে কি হচ্ছে তা মিডিয়ার কাছে তুলে ধরা এবং ত্রাণ বিতরণ করা।’

তিনি আরো বলেন, ‘বন্দুক তাক করা ইসরাইলি বাহিনীর বাধা উপেক্ষা করেই ছুটে চলেছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। আমাদের দেশের সাহসী ফটোগ্রাফার শহিদুল আলমসহ সবাইকে আল্লাহ হেফাজত করুন আমিন।’ চিত্রনায়িকা মুনমুন লিখেছেন, ‘আল্লাহতায়ালা উনাদের রক্ষা করুন।’

এবার নির্বাচনি গান তৈরির হিড়িক জমজমাট ভোটের মাঠ

আবারো পরিচালনায় আবুল হায়াত

প্রকাশ্যে ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

দীর্ঘদিন পর বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

আসছে মেঘদলের নতুন গান

তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

বর্ণবৈষম্যের গল্পে রহিম সুমনের টেলিছবি ‘জলটুঙি’

মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জনে মামলার হুঁশিয়ারি দিলেন অভিনেতা

ফিলিস্তিনের রক্তাক্ত সত্য ঠাঁই পেল অস্কারে

আসছে শরাফ আহমেদ জীবনের ‘জ্ঞানী গণি-০৩’