হোম > বিনোদন

ঈদে আসছে শাকিব খানের ‘প্রিন্স’

বিনোদন রিপোর্টার

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’। শাকিবের সঙ্গে এতে দেখা যাবে তিন নায়িকা। তারা হলেন- জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

দুই শতাধিক ফিকশন, ডকুমেন্টারি নির্মাণের পর ‘প্রিন্স’র মাধ্যমে প্রথমবার সিনেমা নির্মাণে এসেছেন আব হায়াত মাহমুদ। এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে। প্রযোজক শিরিন সুলতানা।

প্রথমদিকে শুটিং ও ভিসা জটিলতার কারণে আদৌ শুটিং শুরু হবে কি না- তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও সব সংশয় কাটিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে ঢাকায় ‘প্রিন্স’-এর শুটিং শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকায় চার দিন শুটিং করে বাকি কাজ হবে শ্রীলঙ্কায়। খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান আগামী সপ্তাহ থেকে দেশের বাইরের অংশে শুটিংয়ে অংশ নেবেন। অন্যরা মঙ্গলবারেই শুটিংয়ে অংশ নিয়েছেন।

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর। তবে নির্মাতা হায়াত পরিষ্কার করেছেন, তারা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে- সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়।

হাদিকে নিয়ে মুশাহিদ মুনাওয়ারের ছয় গান

দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

ম্যাজিক বাউলিয়ানায় সেরা ৫-এ ওঠার লড়াই

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডট’

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার

পর্দায় নবীন–প্রবীণদের চ্যালেঞ্জ

নতুন বছরে প্রথম সিরিজ ‘আঁতকা’

'জননেতা' হয়ে আসছেন শামীম হাসান

ঝড় তুলছে জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’

পপিকে নিয়ে রাজু আলীমের ‘ভালোবাসার প্রজাপতি’