ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক ও সমালোচনা যেন পিছু ছাড়ছে না। বর্তমানে তিশা ব্যস্ত রয়েছেন শাকিব খানের ‘সোলজার’ সিনেমাতে অভিনয় নিয়ে। এ ছবি মুক্তির মাধ্যমে তার সিনেমার খাতায় নাম লেখানোর কথা থাকলেও, তার আগেই তিনি জড়িয়ে গেলেন আইনি জটিলতায়।
গত ২২ অক্টোবর প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা। এবার তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে একটি মামলা করেন সেই নারী উদ্যোক্তার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর ৯৬২/২০২৫।
মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে, ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
এই মামলা বিষয়ে বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার গণমাধ্যমে বলেন, ‘তিনি (তিশা) একজন নারী উদ্যোক্তাকে যেখানে ওনার পেট্রোনাইজ করার কথা, সেখানে তিনি করলেন প্রতারণা। এ জন্য তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু আইনি নোটিশের কোনো জবাব তিনি দেননি। তাই আমার মক্কেল তিশার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেছেন।’
উল্লেখ্য, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। এ কারণেই তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
স্ট্যাটাসে তিশা দাবী করেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা।