পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাপলো রাজধানীসহ সারা দেশ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে যখন কম্পন অনুভূত হয় ঠিক তখনই সোলজার সিনেমার শুটিং স্পটে ছিলেন শাকিব খান।
সকাল থেকেই সেখানে চলছিল সিনেমাটির একটি আন্দোলনের দৃশ্যের শুটিং। সবকিছু ঠিকঠাক চলছিল। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব।
ঠিক তখনই আচমকা শুরু হয় ভূমিকম্প। প্রথমে সামান্য কম্পন, এরপর ভবনগুলো দুলে উঠতেই শুটিং স্পটে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
মানুষ দৌড়ে নেমে আসে রাস্তায়, কেউ চিৎকার করছে, কেউ ফোনে জানাচ্ছে বাড়িতে থাকা প্রিয়জনকে। ওই মুহূর্তে ইউনিটের সদস্যরা চারদিক ঘিরে রাখেন শাকিব খানকে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে শান্ত ছিলেন শাকিব খানই।
তিনি আশপাশের সবাইকে বললেন, ‘আমরা তো রাস্তায় আছি। ভয় পাবেন না। কেউ আতঙ্কিত হবেন না। সব ঠিক আছে।’
শাকিবের এই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর মানুষের মনে ফেরায় স্বস্তি। কম্পন থেমে গেলে সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। কিছুক্ষণ বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিতের পর আবার শুরু হয় শুটিং।