হোম > বিনোদন

লুৎফর হাসানের গানের জোট

বিনোদন রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে জনপ্রিয় হয়ে আছেন শেখ সোলায়মান ও রাকিব। অন্যদিকে দোতারায় বেশ সরব ফাহিমা আহমেদ শিফা। এই তিন তরুণের সঙ্গে জোট করেছেন ‘ঘুড়ি’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান। তরিকের সংগীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামে গানটির চিত্র নির্মাণ সম্পন্ন হয়েছে সম্প্রতি।

'তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই' এমন কথায় গীতিকবিতা সাজিয়েছেন লুৎফর হাসান নিজেই। গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। দোতারায় ছিলেন শিফা। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের দৃশ্যায়ন হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে। লুৎফর, সোলায়মান ও রাকিব, তিনজনই এক অঞ্চলের সন্তান। ফলে চিত্রায়ণও হয়েছে সেখানকার দৃষ্টিনন্দন নানান লোকেশনে।

লুৎফর হাসান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সোলায়মান ও রাকিব ভীষণ জনপ্রিয়। ওরা আমারই ছোট ভাই। এক মাটির সন্তানরা এক গানে একত্রিত হব, এটা বেশ আগের পরিকল্পনা। আর শিফা যুক্ত হয়েছে দোতারায়, ভিডিওতে সেও অংশ নিয়েছে। এই গান ও গানচিত্রের সবচেয়ে ইউনিক দিক এর লোকেশন। এর আগে কখনও এই লোকেশনে কাজ হয়নি।’

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, দ্রুত গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এছাড়াও দেশি-বিদেশি একাধিক প্ল্যাটফর্মে শ্রোতারা গানের অডিও শুনতে পাবেন।

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান

চলছে শিল্পী রাসেল চৌধুরীর একক শিল্পকর্ম প্রদর্শনী

বঙ্গে আসছে ‘কাঁটা-২’

মুক্তি পেল রঙবাজার-এর ট্রেলার

সালমান শাহ হত্যা মামলা নিয়ে আবারও জটিলতা

স্থগিত হওয়া ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠান আগামীকাল

শ্রীলংকায় শুরু সিয়াম-সুস্মিতার ‘রাক্ষস’ সিনেমার শুটিং

অর্থ আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

ঈদে চালু হচ্ছে নতুন তিন সিনেপ্লেক্স

আবারও সেরা ব্যান্ডের সম্মাননা চিরকুটের