হোম > বিনোদন

মানিকমিয়া অ্যাভিনিউতে ফ্যাসিস্ট পলায়ন উদযাপন

৩৬ জুলাই উদযাপন

বিনোদন রিপোর্টার

২০২৪ সালের জুলাইয়ের এই সময়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা।

এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় আগামীকাল ০৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল ১১ থেকে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ব্যান্ড টং, সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ, শিল্পী তাশফি, চিটাগাং হিপহপ হু্‌ সেজান, ব্যান্ডদল শূন্য, কণ্ঠশিল্পী সায়ান, শিল্পী ইথুন বাবু ও মৌসুমি, ব্যান্ডদল সোলস, ব্যান্ডদল ওয়ারফেজ, বেসিক গিটার লার্নিং স্কুল, ভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ডদল এফ মাইনর, কণ্ঠশিল্পী পারশা মাহজাবিন, এবং এলিটা করিম।

বেলা ২.২৫ মিনিটে ফ্যাসিস্ট এর পলায়ন উদযাপন করা হবে। ফ্যাসিস্ট এর পলায়ন উদযাপন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, স্পেশাল ড্রোন ড্রামা শো ‘ডু ইউ মিস মি?’।

ড্রামাটি লিখেছেন ‘দ্যা অ্যানোনিমাস’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ‘ড্রোন শো’-তে প্রায় ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে। জুলাইয়ে ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায় এবং চূড়ান্ত বিজয় অর্জন করেন। সেই জীবন্ত মুহূর্ত ও স্লোগান এবং গ্রাফিতিসমূহ প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’ এর মাধ্যমে।

সবশেষে মঞ্চে আসবেন ব্যান্ডদল ‘আর্টসেল’।

এবার নির্বাচনি গান তৈরির হিড়িক জমজমাট ভোটের মাঠ

আবারো পরিচালনায় আবুল হায়াত

প্রকাশ্যে ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

দীর্ঘদিন পর বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

আসছে মেঘদলের নতুন গান

তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

বর্ণবৈষম্যের গল্পে রহিম সুমনের টেলিছবি ‘জলটুঙি’

মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জনে মামলার হুঁশিয়ারি দিলেন অভিনেতা

ফিলিস্তিনের রক্তাক্ত সত্য ঠাঁই পেল অস্কারে

আসছে শরাফ আহমেদ জীবনের ‘জ্ঞানী গণি-০৩’