হোম > বিনোদন > তারকা সংবাদ

পার্শ্ব থেকে প্রধান চরিত্রে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি

বিনোদন রিপোর্টার

আইনুন পুতুল, বাংলাদেশের নাটকের ও সিনেমার একজন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী। মাঝেমধ্যে উপস্থাপনাও করেন তিনি । নন্দিত এই অভিনেত্রী এর আগে ‘ঘেটুপুত্র কমলা’, ‘বৃহন্নলা’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ব্ল্যাক ওয়্যার’, ‘বিলডাকিনী’ ও ‘রাতজাগা ফুল’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তবে সেসব সিনেমাতে অভিনয় করেও আইনূন পুতুল দর্শকের মন ছুঁয়ে যেতে পেরেছিলেন। পার্শ্ব চরিত্র থেকে এবার প্রধান চরিত্রে অভিনয় করেই তিনি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’র পুরস্কারে ভূষিত হলেন।

গত ২৯ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। আর এই তালিকাতেই কে.এম হালিমুজ্জামান (খন্দকার সুমন) পরিচালিত ‘সাঁতাও’ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ঘোষিত হয়েছেন।

আইনুন পুতুল বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) খবরটি শোনার পর থেকে সারাটা রাত আমার এমনভাবেই পার হয়েছে যে মনেই হচ্ছিলো যে আমি স্বপ্ন দেখছিলাম। আমি আমার স্বামী রফিককে বলছিলাম, হয়তো এটা জন্মদিনের শুভেচ্ছার মতো কিছু একটা, রাত বারোটার পর তা শেষ হয়ে যাবে। কিন্তু শেষমেষ আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা পেয়েছি এটা পার্শ্ব করতেই কষ্ট হচ্ছে। সত্যিই আজ আব্বুর কথা ভীষণ ভীষণ মনে পড়ছে। আব্বু বেঁচে থাকলে তিনিই সবচেয়ে বেশি খুশী হতেন। আমার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ, তিনি অন্তত আমার এই প্রাপ্তি দেখে যেতে পারলেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আন্তরিক কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ডে যারা ছিলেন, তারা আমাকে যোগ্য মনে করেছেন বলেই আমাকে নির্বাচিত করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই সাঁতাও-এর পরিচালক খন্দকার সুমন ভাই’সহ পুরো টিমকে। যাদের নিরলস শ্রম, চেষ্টায় সাঁতাও-এর আজ এই প্রাপ্তি।’

উল্লেখ্য, সাঁতাও-এর পরিচালকও শ্রেষ্ঠ পরিচালক হিসেবে (এককভাবে) জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০০৪-২০০৫ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আইনুন পুতুল নাটকেই এমফিল করে এখন মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রে পিএইচডি করছেন।

২০০৬ সালে তিনি বাংলাভিশনে প্রচারিত ‘ঘাটের কথা’ নাটকে প্রথম অভিনয় করেন। এতে তিনি কেন্দ্রীয় চরিত্র কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন। তার সৌভাগ্য হয়েছিলো বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিম আলদীনের সঙ্গে এই নাটকে অভিনয় করার।

আইনূন পুতুল ২০১২ সাল থেকে নাটকের দল ‘আরশী নগর’ এর সাথে সম্পৃক্ত। এই দলের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এই দলের হয়ে মঞ্চে বেশকিছু নাটকে অভিনয় করেছেন আইনুন পুতুল। আইনুন পুতুলেরর একমাত্র কন্যা রাজকন্যা মেঘবতী। পুতুলের বাবা প্রয়াত এস এম আনোয়ারুল কবির ও মা নূরুন্নাহার কবির।

নির্বাচনের প্রতিশ্রুতি ভোটের পরও যেন বজায় থাকে : তৌসিফ

তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জনে মামলার হুঁশিয়ারি দিলেন অভিনেতা

নতুন দায়িত্বে সাবিলা নূর

এই বয়সেও অভিনয়ে অনবদ্য দিলারা জামান

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

স্ত্রী-সন্তানের জানাজা বঞ্চিত করা অমানবিক: আশফাক নিপুণ

বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কথা বলেই কি গ্রেফতার ভারতীয় অভিনেতা!

নায়করাজের স্মরণে দুদিনের আয়োজন

খালেদা জিয়া কেন কুমিল্লা-৬ আসনে প্রার্থী হয়েছিলেন, সেই তথ্য জানালেন আসিফ