হোম > বিনোদন > তারকা সংবাদ

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

বিনোদন রিপোর্টার

শোবিজ অঙ্গনের অন্যতম ‘পাওয়ার কাপল’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একজন পর্দার সামনের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন পর্দার পেছনের কারিগর। দীর্ঘ দুই দশকের পথচলায় তাদের ভালোবাসা আজও নেটিজেনদের নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিশা। এবার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ পুরোনো ও নতুন ছবি। স্মৃতির অ্যালবামে ডুব দিয়ে অভিনেত্রী ফিরে গেছেন প্রায় ২০ বছর আগে।

পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায় ২০০৬ সালের তরুণী তিশা ও ফারুকীকে। ক্যাপশনে তিশা খুব সংক্ষেপে কিন্তু গভীর কৃতজ্ঞতায় লিখেছেন, ‘২০০৬-২০১৬-২০২৬, আলহামদুলিল্লাহ্।’ মাত্র তিনটি সাল এবং এক শব্দের এই ক্যাপশনে যেন ফুটে উঠেছে একটি দীর্ঘ সম্পর্কের সফল পরিণাম ও নির্ভরতার গল্প।

শেয়ার করা ছবিগুলোতে এই তারকা দম্পতির বিবর্তনের পাশাপাশি ধরা পড়েছে তাদের হাসিমাখা মুহূর্ত এবং গভীর পারিবারিক বন্ধন। ছবিগুলো পোস্ট করার পরপরই তা নেটিজেনদের নজর কেড়েছে। ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে এই দম্পতিকে শুভকামনা ও ভালোবাসায় ভাসিয়েছেন।

উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় অভিনয় করতে গিয়েই তিশার সঙ্গে তার পরিচয় ও সখ্য গড়ে ওঠে। সেই কাজের সম্পর্ক এক সময় প্রেমে রূপ নেয় এবং ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্যারিয়ারের চড়াই-উৎরাই কিংবা ব্যক্তিগত জীবন সব খানেই তারা একে অপরের বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিশা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, অন্যদিকে ফারুকী পালন করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব।

যেমন করে সময় কাটছে শবনমের

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

দুর্নীতির অভিযোগে মমতাজের চার বাড়ি ও প্লট জব্দের নির্দেশ

শিবা শানু ও আব্দুল্লাহ রানার ব্যবসায়িক দ্বন্দ্ব

মারা গেছেন ‘সীমানা পেরিয়ে’-এর নায়িকা জয়শ্রী কবির

পরীমনির থেকে মুক্তি চান আসিফ

আরশ–সুনেরাহ কে কাকে কতটা চেনেন?