আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজন ও স্টল ভাড়া কমানোর দাবিতে রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা ডাক দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শাহবাগে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সংস্কৃতিকর্মীদের সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে 'যমুনা' অভিমুখে পদযাত্রার করার কথা রয়েছে।
রোববার দুপুরে রাজধানীর বাংলাবাজারে মান্নান মার্কেটের ৩য় তলায় এক মতবিনিময় সভায় ঘোষিত এই সমাবেশ ও পদযাত্রা সফল করতে সৃজনশীল গ্রন্থ প্রকাশকদের আহ্বান জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।
বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আলমগীর শিকদার লোটন, মফিজুর রহমান লাল্টু, কামরুজ্জামান ভূঁইয়া, কামাল হোসেন বাদল, জহিরুল ইসলাম বুলবুল ও শাহ আল মামুন। সভা পরিচালনা করেন বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।
সভায় একুশে বইমেলা সংগ্রাম পরিষদ আহুত আগামী ১১ নভেম্বরের সমাবেশ ও পদযাত্রা সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।