ন্যাশনাল ইলেকট্রো মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ এন্ড ট্রেনিং সেন্টার নিমিউ এন্ড টিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কর্তৃপক্ষ হতে ০৮ জানুয়ারি জারি করা হয় এবং ০৯ জানুয়ারি প্রকাশ করা হয়।
নিমিউ এন্ড টিসি মোট ৮৬ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ১০টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।
এ ১২, ১৪ ও ১৬তম বেতন গ্রেডে অন্যান্য সরকারি চাকরির সুযোগ সুবিধা সহ নিয়োগ দিতে যাচ্ছে।
ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করা লাগবে।
অনলাইনে আবেদন চলবে ১১ জানুয়ারি ২০২৬ ইং সকাল ১০টা থেকে ও শেষ হবে ২৫ জানুয়ারি ২০২৬ ইং বিকেল ৫টা।
নিয়োগকর্তার/সংস্থার নামনিমিউ এন্ড টিসি।
চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি।
জব ক্যাটাগরি ১০টি।
মোট লোক সংখ্যা ৮৬ জন।
শিক্ষাগত যোগ্যতাএসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
বয়স সীমা কতটুকু০১ জানুয়ারি ২০২৬ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে।
বেতন গ্রেড ৯,৩০০/- থেকে ২৭,৩০০/- টাকা।
সার্কুলার জারির দিন ০৮ জানুয়ারি ২০২৬ ইং, অফিসিয়াল সাইট।
প্রকাশের তারিখ ০৯ জানুয়ারি ২০২৬।
আবেদন শুরুর দিন১১ জানুয়ারি ২০২৬ ইং সকাল ১০টা।
আবেদনের শেষ দিন২৫ জানুয়ারি ২০২৬ ইং বিকেল ০৫টা।