পায়রা বন্দর কর্তৃপক্ষ গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ মোট ১৪ জনকে ১১টি জব ক্যাটাগরি পদে যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন করা লাগবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করার শেষ সময় ১১ ডিসেম্বর ২০২৫ ইং।
নিয়োগকর্তার/সংস্থার নামপায়রা বন্দর কর্তৃপক্ষ।
নিয়োগকর্তার ধরনসরকারিচাকরির ধরন কি?সরকারি চাকরি
চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি
জব ক্যাটাগরি১১টি
মোট লোক সংখ্যা১৪ জন
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী
লিঙ্গনারী ও পুরুষ উভয়
অভিজ্ঞতার কতটুকু লাগবে?নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী
বয়স সীমা ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর
বেতন/গ্রেড ১৪,০৭৫/- টাকা থেকে ১৯,৮২৫/- টাকা আবেদন করার পদ্ধতি/ধরনসরাসরি/ডাকযোগ পায়রা বন্দর কর্তৃপক্ষ সার্কুলার অনুযায়ী
আবেদন ফি কত লাগবে?৫০/-, ১০০/- ও ১৫০/- পদ অনুযায়ী আলাদা আলাদা হবে
ফি জমা দেওয়ার পদ্ধতি ব্যাংক ড্রাফটের মাধ্যমে।
প্রকাশের তারিখ ২০ নভেম্বর ২০২৫ ইং অফিসিয়াল সাইটে
আবেদন শুরুর দিন২০ নভেম্বর ২০২৫ ইং
আবেদনের শেষ দিন ১১ ডিসেম্বর ২০২৫ ইং
কতৃপক্ষের ওয়েবসাইটhttp://ppa.gov.bd/