হোম > চাকরি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: পরীক্ষার তারিখ ঘোষণা ও নানা নির্দেশনা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা করা হয়েছে। আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ চাকরিপ্রত্যাশী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করতে হবে।

এছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও বিষয়টি জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও প্রার্থীর মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনা বাধ্যতামূলক।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১৪ হাজার ৩শ ৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ প্রার্থী। সেই হিসাবে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ চাকরিপ্রত্যাশী।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতে দেয়া হবে না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে।

পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কোনো পরীক্ষার্থীর কানের ভেতর ছোট ইয়ারফোন আছে কি না, তা পরীক্ষা করতে প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করা হবে।

কেন্দ্রে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেয়া হবে।

এইচএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

পল্লী বিদ্যুতে নিয়োগ, শেষ সময় ৮ জানুয়ারি

চাকরিতে প্রবেশে ৩২ বছরের বাধা কাটল, সুবিধা পাবেন যারা

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে ‘ক্লিনিক্যাল টিচার’ পদে নিয়োগ

যবিপ্রবি বিভিন্ন বিভাগে ৪২ জনকে নিয়োগ

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে নিয়োগ, শেষ সময় ১ জানুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৪ পদে চাকরি

সিএসএস এ নিয়োগ বিজ্ঞপ্তি