মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ০৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে প্রকাশ করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ মোট ৩৯ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ১৭টি স্থায়ী জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।
এ ৮,২৫০/- থেকে ৬৭,০১০/- টাকা বেতনসহ অন্যান্য সরকারি চাকরির সুযোগ-সুবিধাসহ নিয়োগ দেওয়া হবে।
ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম ) পূরণ করা লাগবে।
অনলাইনে আবেদন চলবে ০৮ জানুয়ারি ২০২৬ ইং সকাল ০৯টা থেকে ও শেষ হবে ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকেল ৫টা।
চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি।
জব ক্যাটাগরি ১৭টি।
মোট লোক সংখ্যা ৩৯ জন।
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়স সীমা কতটুকু০১ অক্টোবর ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে।
বেতন গ্রেড৮,২৫০/- থেকে ৬৭,০১০/- টাকা।
৫৬, ১১২, ২২৩/- টাকা, পদ অনুযায়ী।
আবেদন শুরুর দিন০৮ জানুয়ারি ২০২৬ ইং সকাল ০৯টা।
আবেদনের শেষ দিন০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং বিকেল ০৫টা।