ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কর্তৃপক্ষ হতে ওয়েবসাইটে ২৬ নভেম্বর ২০২৫ ইং প্রকাশ হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মোট ২২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০৫টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।
ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করা লাগবে।
অনলাইনে আবেদন চলবে ০১ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ও শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
নিয়োগকর্তার/সংস্থার নাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
নিয়োগকর্তার/সংস্থার ধরন সরকারি
চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি
জব ক্যাটাগরি ৫
মোট লোক সংখ্যা ২২
শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস/বিডিএস স্নাতক/স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা পাস লাগবে চাকরির পদ অনুযায়ী
লিঙ্গ নারী ও পুরুষ
অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী
বয়স সীমা কতটুকু ১৫ নভেম্বর ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে
বেতন গ্রেড২২,০০০/- থেকে ৫৩,০৬০/- টাকা
আবেদন ফি ২২৩/- টাকা
প্রকাশের তারিখ ২৬ নভেম্বর
আবেদন শুরুর দিন ০১ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ১০টা
আবেদনের শেষ দিন৩১ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল ৫টা
কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://dscc.gov.bd/