হোম > জাতীয়

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

আমার দেশ অনলাইন

মেডিকেল শিক্ষার্থী রাফিউল ইসলামের মা আহতাবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন

রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী রাফিউল ইসলাম মারা গেছেন। তার মা আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে সকালে মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, রাফিউল ইসলাম মেডিকেল কলেজের পাশে কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন। ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পরে ৩ জন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছে।

এর আগে শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানীসহ সারাদেশ। চলে কয়েক সেকেন্ড পর্যন্ত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

বাংলাদেশ ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে

ভূমিকম্পে হুড়োহুড়িতে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী আহত

এমন প্রচণ্ড ঝাঁকুনির ভূমিকম্প দেশবাসী কখনো দেখেনি

ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা

ক্ষয়ক্ষতির সবশেষ পরিস্থিতি জানালো ফায়ার সার্ভিস

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্তের খবর, যা জানালো ফায়ার সার্ভিস

কেন কিছু মানুষ ভূমিকম্প টের পান না?

ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদী, কেঁপে উঠেছে যেসব জেলা

ভূমিকম্প আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর

ভূমিকম্পে ঢাকার অসংখ্য ভবনে ফাটল