দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাহমুদুর রহমান
সাংস্কৃতিক লড়াইয়ে জিততে না পারলে রাজনৈতিক লড়াইয়েও আমাদের পরাজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, দেশের সংবাদপত্রগুলোর লড়াই মূলত বাংলাদেশী সংস্কৃতি ও বিজাতীয় সংস্কৃতির পক্ষের শক্তির মধ্যে। দৈনিক সংগ্রাম, আমার দেশ, নয়া দিগন্ত— এই পত্রিকাগুলো বাংলাদেশী সংস্কৃতির জন্য লড়াই করে। আর অন্যগুলো বিজাতীয় সংস্কৃতির জন্য লড়াই করে। সংস্কৃতির লড়াইয়ে যদি আমরা জিততে না পারি, তবে রাজনৈতিক লড়াইয়েও আমাদের পরাজয় নিশ্চিত। আগামী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেও যেন বর্তমানের মতো সংবাদপত্রের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখে তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সংবাদপত্রের স্বাধীনতা এবং সংগ্রামের সাথে আমার দেশ-এর ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের স্মৃতিচারণ করেন।
২০১৩ সালের দুঃসহ স্মৃতি মনে করিয়ে দিয়ে মাহমুদুর রহমান বলেন, যখন আমার দেশ বন্ধ করে দেওয়া হলো, তখন সংগ্রামের প্রেস থেকেই পত্রিকাটি ছাপা হয়েছিল। এমনকি এই অপরাধে পুলিশ রেইড দিয়ে আমার ৭৫ বছর বয়সী মা এবং সংগ্রামের তৎকালীন সম্পাদক আসাদ ভাইয়ের নামে মামলা দিয়েছিল। তাদের দুজনকে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছিল।
তিনি আরও জানান, জুলাই বিপ্লবের পর যখন আবারও আমার দেশ চালু করার উদ্যোগ নেওয়া হয়, তখনো দৈনিক সংগ্রাম সবার আগে এগিয়ে আসে এবং তাদের প্রেসে পত্রিকা ছাপার সুযোগ করে দেয়।
তিনি দৃঢ়তার সাথে বলেন, আমরা কোনো চাপের মুখে আপস করিনি এবং ভবিষ্যতেও স্বাধীন সাংবাদিকতার প্রকৃত দায়িত্ব পালন করে যাব। সংগ্রামের সাথে আমাদের এই লড়াইয়ের সম্পর্ক ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, আমরা আশা করি একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। গত এক বছর আমরা সরকারের পক্ষ থেকে যে ইতিবাচক পরিবেশ পেয়েছি, আগামী সরকারও যেন তা বজায় রাখে। সংবাদপত্রকে যেন কোনোভাবেই দলীয় চশমায় বিচার করা না হয়। অনুষ্ঠানে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকসহ সকল সাংবাদিক ও কলাকুশলীদের অভিনন্দন জানান এবং একটি মুক্ত পরিবেশে পত্রিকাটির অগ্রযাত্রা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোবারক হোসাইন, দৈনিক সংগ্রাম সম্পাদক আযমমীর শাহীদুল আহসান, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছুল আরেফীন, চীফ রিপোর্টার নাসির উদ্দিন শোয়েব প্রমুখ।