হোম > জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম: শারমীন এস মুরশিদ

বিশেষ প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টিম। কুমিল্লা জেলার মুরাদনগরে সম্প্রতি নারীর ওপর যে বর্বর নির্যাতন ঘটে গেলো এ সহিংসতা প্রতিরোধে মুরাদনগর থেকে এর যাত্রা শুরু হলো আজ, অব্যাহত থাকবে সারা দেশে।

বুধবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয় অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মুরাদনগরে ঘটে যাওয়া নারীর প্রতি সংঘটিত ঘটনাবলী নিয়ে উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা বলেন, নারী ও শিশুর প্রতি নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন। ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে না থাকায় ছেলেদের দ্বারা মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে বেশি এবং এই নির্যাতনের মাত্রা ভয়ঙ্কর। আমাদের শিশুরা নিষ্ঠুরভাবে নির্যাতন হচ্ছে, আশ্রয়হীন, নিরাপত্তাহীন হয়ে পড়েছে। আমি এ মন্ত্রণালয় আসার পর সুনির্দিষ্ট কাঠামো দেখতে পাইনি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি সুষ্ঠু কাঠামো তৈরি করে উভয় মন্ত্রণালয়ের মাধ্যমে কাঠামোর কার্যক্রম কার্যকর করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশে নারী ও শিশুর নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও এ ধরনের অপরাধ প্রত্যাশিত মাত্রায় হ্রাস পাচ্ছে না। নারী ও শিশুর প্রতি পরিবার, কর্মক্ষেত্রে, পাবলিক স্পেস, অনলাইনসহ নানাভাবে বিভিন্ন ধরনের সহিংসতা ও অপরাধ সংঘটিত হচ্ছে। প্রচলিত সামাজিক রীতিনীতি, প্রথা, বৈষম্যমূলক সামাজিক আচরণের কারণে সমাজে যুগ যুগ ধরে নারী নানা ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার। সময়ের সাথে সাথে সহিংসতার ধরনের ক্ষেত্রেও মাত্রা পরিবর্তিত হচ্ছে। মেয়েরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। নারীর প্রতি সহিংসতা ও অপরাধ নিরসন সরকারের একার পক্ষে সম্ভব নয়, সরকারের পাশাপাশি সমাজের সিএসও ও তরুণ প্রজন্মকে একসাথে এগিয়ে আসতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের ১৪ ধারা এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিকটিমের খারাপ চিত্র প্রচার করা আইনবিরোধী কাজ, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যে অপরাধী তার ছবি প্রকাশ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি বলেন , জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মামানে আমরা যে স্বপ্ন দেখছি তা সকলের একত্রিকরণের মাধ্যমে এ দেশকে সাজাতে চাই।

এর আগে তিনি মুরাদনগর উপজেলা প্রশাসনের কার্যালয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কুইক রেসপন্স টিমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। মুরাদনগরের তৃণমূল পর্যায় থেকেই শুরু হবে নারী নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধের প্রথম যাত্রা।

কৌশলগত পাঁচ সুবিধা অর্জন করতে চেয়েছিল ভারত

ওয়াজ মাহফিলে নিয়ন্ত্রণ চায় নির্বাচন কমিশন

হিসাব মেলাতে পারছেন না মামলার তদন্তকারীরা

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

হাদি হত্যাচেষ্টা: নির্বাচনি প্রচারে থাকা আরেক সন্দেহভাজন চিহ্নিত

বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সুব্রত কন্যা ‘গ্যাং মাদার’ খ্যাত বীথি গ্রেপ্তার

প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ২০ হাজার ছাড়াল

আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল