হোম > জাতীয়

নির্বাচনে ভোট দিতে ২৯৭০৮ প্রবাসীর নিবন্ধন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২৯ হাজার ৭০৮ জন বাংলাদেশি ভোটার‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ হাজার ৫৮ জন পুরুষ এবং মহিলা ৩ হাজার ৬৫০ নিবন্ধন করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পান। অ্যাপ চালুর পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দিতে ২৯ হাজার ৭০৮জন নিবন্ধন করেছেন।

দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া থেকে ৮ হাজার ৩৮২ জন, জাপানে ৫ হাজার ৫৯৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

প্রবাসীদের ভোট প্রদানের বিষয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া চালু করা হচ্ছে, যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। পাশাপাশি নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সুবিধার আওতায় আনা হচ্ছে।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।

ইসির কর্মকর্তারা জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর- পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য নিবন্ধন হবে।

২৪ থেকে ২৮ নভেম্বর- উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর- ইউরোপ। ৪ থেকে ৮ ডিসেম্বর- সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর- দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া। ১৪ থেকে ১৮ ডিসেম্বর- মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ)।

পোস্টাল ব্যালটের নিবন্ধন প্রক্রিয়ায় ভোটারদের সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেখান থেকে তারা ভোট দেবেন। Google Play Store বা App Store থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ইসির কর্মকর্তারা জানান, ব্যালট সঠিকভাবে পাওয়ার জন্য বিদেশে নির্ভুল ঠিকানা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিআইজি পদোন্নতিতে বিতর্কিতদের প্রাধান্য

বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করবেন সিইসি

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফশিল

আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে সমর্থন চাইলেন নৌ উপদেষ্টা

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে সুষ্ঠু হবে না নির্বাচন: সিইসি

নির্বাচন পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান সিইসির

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে লিগ্যাল নোটিশ

নির্বাচনকালীন দায়িত্ব: লটারিতে চূড়ান্ত ৬৪ জেলার এসপি

চট্টগ্রামের ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে যেন মৃত্যুফাঁদ