হোম > জাতীয়

রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে

মাহমুদুর রহমান

স্টাফ রিপোর্টার

আমার দেশ পাঠকমেলার সৃজনশীল প্রতিযোগিতা বৃত্তান্ত’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মাহমুদুর রহমান। ছবি: আমার দেশ

রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহে সোমবার বেলা ৩টার দিকে আমার দেশ পাঠকমেলার সৃজনশীল প্রতিযোগিতা বৃত্তান্ত’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বকালে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে। অতি সম্প্রতি আমরা এই লড়াইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। কারণ এই লড়াই সম্পর্কে আমাদের নতুন প্রজন্ম ওয়াকিবহাল। ফ্যাসিবাদী শাসনামল বিজাতীয় সংস্কৃতিকে তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা তা প্রতিহত করছে। এই তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাস চর্চা, সাংস্কৃতি সচেতন জাতি গড়ে তোলার জন্য আমরা কাজ করছি।

আমার দেশ পাঠকমেলার সৃজনশীল প্রতিযোগিতা বৃত্তান্ত’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: আমার দেশ

প্রধান অতিথি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কালচার দুই ধরনের হয়। একটি হলো হাই কালচার, অন্যটি লো কালচার। লো কালচার তৈরি করা হয় সাংস্কৃতিক ইতিহাস লুট করার মাধ্যমে। বাংলাদেশকে ইনসাফ, ন্যায় বিচারের রাষ্ট করতে হলে যারা উন্নত সংস্কৃতির মানুষ আর যারা অনুন্নত বা দুর্বল সংস্কৃতির মানুষ; তাদের দুই ধরনের সংস্কৃতিকেই রক্ষা করতে হবে।

তিনি জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই নিয়ে অনেক প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে।

আমার দেশ পাঠকমেলার সৃজনশীল প্রতিযোগিতা বৃত্তান্ত’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: আমার দেশ

অতিথির বক্তব্যে আমার দেশ’র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, চুয়াত্তরের দুর্ভিক্ষ বাংলাদেশের আলোচিত বিষয়। সরকারের ব্যবস্থাপনা সংকটের কারণে এই দুর্ভিক্ষের বেশির ভাগ হয়েছিল। ভাতের মাড়, শাক-লতাপাতা খেয়ে মানুষ জীবন রক্ষা করেছে। একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ তার শিক্ষিত ও মননশীল প্রজন্ম। সেজন্য সৃজনশীল উদ্যোগের সঙ্গে থাকতে হবে। বেশি বেশি বই পড়তে হবে।

অনুষ্ঠানের শেষে চুয়াত্তরের দুর্ভিক্ষের প্রেক্ষাপট ও তৎকালীন সরকারের ভূমিকা শীর্ষক প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলায় দর্শনার্থীর ভিড়

আশ্বাস পেয়ে ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত ছাত্রদলের

নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই: অর্থ উপদেষ্টা

পোস্টাল ভোট নিয়ে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

হাদি হত্যার বিচার নিয়ে তোপের মুখে আসিফ নজরুল

পরাজিত আধিপত্যবাদী শক্তির ফাঁদ থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে

এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সংখ্যালঘুদের ওপর হামলার ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নাহিদ-আসিফ