হোম > জাতীয়

বিজয় ও বুদ্ধিজীবী দিবসের নিরাপত্তা কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে

স্টাফ রিপোর্টার

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে সকল কর্মসূচি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। রাজধানীতে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করতে একটি সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, দুই দিবসের জাতীয় অনুষ্ঠানাদি যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালিত হতে পারে, সে উদ্দেশ্যে বহুসংস্থাভিত্তিক পরিকল্পনা করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি স্বাস্থ্য সেবা প্রাপ্তি, অগ্নিনির্বাপণ সুবিধা এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করাই এই সমন্বয়ের মুখ্য উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ বৈঠকের শুরুতে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তাবিত নিরাপত্তা কাঠামো উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন), অতিরিক্ত আইজিপি মোঃ সরওয়ার হোসেন সমাবেশে সতর্কবার্তা দিয়ে বলেন, 'রাষ্ট্রীয় এই অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমাদের সকলকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সমন্বয় সংক্রান্ত বিষয়ে কোনরকম শিথিলতা গ্রহণযোগ্য নয়।'

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম যোগ করেন, "আমাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকেও বিশেষ নজর রাখতে হবে। যাতে কোনো ধরনের বিভ্রান্তিকর বা অপ্রমাণিত তথ্য জনগণের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে।"

বৈঠকে ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী। এছাড়াও যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারগণ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা বৈঠকে মতবিনিময় করেন।

বাড়ি ভাড়া বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের সরকারি আদেশ জারি

বুধবার ত্রয়োদশ সংসদের তফসিল রেকর্ডে বিটিভি-বেতারকে ইসির চিঠি

জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না

মাছ শুধু বাণিজ্যিক পণ্য নয়, খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন প্রেস সচিব

ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক নেই

প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ