হোম > জাতীয়

জুলাই যোদ্ধাদের ওয়াদা রক্ষায় প্রয়োজন ২৩৮ কোটি টাকা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও

স্টাফ রিপোর্টার

জুলাই যোদ্ধাদের দেওয়া ওয়াদা রক্ষার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসএফ) আরও ২৩৮ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফ. কর্নেল (অব:) কামাল আকবর।

বৃহস্পতিবার পূর্বাচলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার জেএসএসএফ স্টলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তিনি।

কামাল আকবর জানান, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ এবং যারা আহত হয়ে আজও জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের মর্যাদা, নিরাপত্তা ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করাই জেএসএসএফ’র মূল লক্ষ্য। সে লক্ষে আমরা প্রধান উপদেষ্টার ফান্ড ও বিভিন্ন মানুষের থেকে প্রাপ্ত ১১৯ কোটি ৯৮ লাখ টাকার মধ্যে ১১৬ কোটি ২১ লাখ টাকা বিতরণ করেছি। যা ৮২৯টি জুলাই শহীদ পরিবার ও ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন।

তবে এখনো ৭ হাজার ৭৬৯ জন আহত জুলাই যোদ্ধা আর্থিক সহায়তার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা জুলাই যোদ্ধাদের ওয়াদা দিয়েছি। আমাদের এই ওয়য়াদা রক্ষার জন্য আমাদের আরও ২৩৮ কোটি টাকা প্রয়োজন। আমরা আশাবাদী দেশবাসী আমাদের জুলাই যোদ্ধাদের জন্য এব্যবস্থা করে দিবে।

জেএসএসএফ প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা বিশ্বাস করি জুলাইয়ের শক্তি হলো নতুন বাংলাদেশের সকল শক্তির ভরকেন্দ্র। চলমান তথ্য যুদ্ধের দুনিয়ায় বড় শত্রুর মোকাবিলা করছি আমরা। আর সে শক্তির মূল লক্ষ্যই হচ্ছে জুলাইয়ের শক্তি। তাই -শুধু আর্থিক সহায়তা নয়, সম্মানজনক ও টেকসই পুনর্বাসনই আহত জুলাই যোদ্ধাদের ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি মুক্তির পথ। তাদের সঠিক মূল্যায়ন ও পুনর্বাসন করা হলেই কেবল সম্ভব এই ভরকেন্দ্রকে রক্ষা করা।

পুনর্বাসনের জন্য এ পর্যন্ত ৭ হাজার ৮২ জন আহত যোদ্ধা আবেদন করেছেন বলে জানান কামাল আকবর। তিনি বলেন, এদের মধ্যে ২৫ শতাংশ প্রশিক্ষণ, ২০ শতাংশ চাকরি এবং ৫৪ শতাংশ স্বনির্ভর কর্মসংস্থানে আগ্রহী। আমরা ফাউন্ডেশনের মাধ্যমে ইতোমধ্যে ৮২ জন আহত যোদ্ধার টেকসই পুনর্বাসন সম্পন্ন করেছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং আহত যোদ্ধাদের সম্মানজনক ও স্বাবলম্বী জীবন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্য বাস্তবয়ন করতে আমাদের পাশে ও জুলাই শক্তির পাশে বাংলাদেশ থাকবে বলে আমরা বিশ্বাস করি। এতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, সমাজের সহযোগিতা এবং রাষ্ট্রীয় সমন্বয় এই তিনের সমন্বয়েই আমাদের এই জাতীয় দায়িত্ব আরও শক্তিশালী ও কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেএসএসএফ’র জেনারেল ম্যানেজার সোহেল মিয়া, গণসংযোগ ও মিডিয়া প্রধান ⁠মো জাহিদ হোসাইন, আমানুল্লাহ সাকিব ও শহীদ পরিবারের সদস্যরা।

পোস্টাল ব্যালটে অনিয়ম হলে এনআইডি লক ও দেশে ফিরিয়ে আনার হুঁশিয়ারি

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতি একটি কঠিন সময় বা ‘পুলসিরাত’ পার করছে

দুর্নীতিবাজদের ভোট ‍দিয়ে সংসদে পাঠালে ভালো কিছু আশা করা যায় না

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: আসিফ নজরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজে তারেক-জুবাইদা ও জাইমা রহমান

বিপিএল ম্যাচ বাতিল হওয়ায় চলবে না মেট্রোরেলের বাড়তি ট্রিপ

অবৈধ সম্পদ অর্জন: আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকায় এসে প্রথম বক্তব্যে যা বললেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

নতুন মামলা করা যাবে না, আগের মামলা প্রত্যাহার হবে: আসিফ নজরুল