হোম > জাতীয়

জুলাই যোদ্ধা নামে প্রতারণা, গেজেট থেকে বাদ যাচ্ছে ১২৮ জনের নাম

গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’

বিশেষ প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এরমধ্যে গেজেটে দ্বৈততায় কারণে ২৩ জন এবং অহত নয়/ আন্দোলনে সম্পৃক্ত নয় এরূপ ১০৫ জনের গেজেট বাতিল প্রজ্ঞাপন জারি করেছে।

আজ বুধবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে।

গেজেট বাতিল করা ময়মনসিংহ বিভাগের ২১ জন হলেন-

নেত্রকোনা জেলার সৈয়দ তরিকুল ইসলাম, শ্রণী- গ, গেজেট নাম্বার ৮০, মোহাম্মদ নুরুল আমিন, শ্রণী- গ, গেজেট নম্বর ৮৮, তানভীর আহমেদ শ্রেণী -গ, গেজেট নম্বর ১২১,কাজী আবুল বাশার সুমন শ্রেণী- গ, গেজেট নাম্বার ১২৩, রুহুল আমিন শ্রেণী- গ, গেজেট নাম্বার ১২৭, মোঃ আমি হাসান রুপম শ্রেণী -গ, গেজেট নম্বর ১২৯, মোহাম্মদ আকিব তালুকদার শ্রেণী -গ, গেজেট নম্বর ১৪৬, মোঃ সুজন মিয়া শ্রেণী -গ, গেজেট নাম্বার ১৫৫, মো. ইমন শাহারিয়া শ্রেণী - গ, গেজেট নম্বর ১৬৫, আশরাফুল ইসলাম জাসাম শ্রেণী -গ, গেজেট নম্বর- ১৭২, মোঃ মুশফিকুর রহমান শ্রেণী- -গ, গেজেট নম্বর ১৯৭, মোঃ সজিব শ্রেণী -গ, গেজেট নাম্বার ১৯৮, সোহাগ মিয়া শ্রেণী -গ, গেজেট নাম্বার ১৯৯, রুবেল মিয়া শ্রেণী -ক, গেজেট নাম্বার ৩৬২, মোঃ জসিম উদ্দিন, শ্রেণী - ক, গেজেট নাম্বার ৩৬৩, রাব্বি হাসান শ্রেণী - গ, গেজেট নাম্বার ৫৬৫, মোঃ আজহারুল ইসলাম বিপ্লব, শ্রেণী -গ, গেজেট নম্বর ৫৬৬, মোঃ আবু ফরিদ আহামেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৫৬৭, আফরিনা জান্নাত, শ্রেণী - গ, গেজেট নাম্বার ৫৭০, মাজহারুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৬৪৮ ময়মনসিংহ জেলার আবু নাঈম শ্রেণী -গ, গেজেট নাম্বার ৪৮৭।

গেজেট বাতিল করা চট্টগ্রাম বিভাগের ৩৯ জন হলেন-

চট্টগ্রাম জেলার মোঃ সাগর, শ্রেণী - খ, গেজেট নাম্বার ৩২৮, আবদুল্লাহ আল নোমান, শ্রেণী - গ, গেজেট নাম্বার ৪৬৯, নাঈম উদ্দীন সাইদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৪৯২, মোহা. শরিফুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৫১৫, শাহাদাত ইকরাজ তাহনি, শ্রেণী -গ গেজেট নাম্বার - ৫২১, তাহমিনা ইকরাম শ্রেণী- গ, গেজেট নাম্বার ৫২২, মাহিবী তাজওয়ার, শ্রেণী- গ গেজেট নাম্বার ৫৩৪, জসিম উদ্দিন শ্রেণী -গ গেজেট নাম্বার ৫৪২, মোঃ আতিকুল ইসলাম শ্রেণী -গ, গেজেট নাম্বার ৫৫২, মোঃ ইয়াছিন শ্রেণী- গ, গেজেট নাম্বার ৫৬০, আরফাতুল ইসলাম শ্রেণী -গ, গেজেট নাম্বার ৫৯৫, ফরহাদ আলম, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৬০১, মোহাম্মদ সাজ্জাদ কবির এমরান, শ্রেণী -গ, গেজেট নাম্বার- ৬০৩, মুনতাসিরুল হক চৌধুরী মামুর, শ্রেণী- গ, গেজেট নাম্বার - ৬১৬, পবন চন্দ্র নাথ, শ্রেণী -গ গেজেট নাম্বার ৬২২, মিশকাত আলম রিয়াদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৬৭৫, মোঃ এমরান শ্রেণী -গ গেজেট নাম্বার ৭১৭, মোহাম্মদ সাগর, শ্রেণী -গ গেজেট নাম্বার ৭৬৮, নুরুল্লাহ, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৭৮৯, মোহাম্মদ রাফি, শ্রেণী -গ গেজেট নাম্বার ৭৯৯, ফয়সাল মোহাম্মদ শিহাব, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৮০২, মোছাঃ ইছনিয়া আকতার, শ্রেণী -গ গেজেট নাম্বার -৮২৪, মোঃ মাঈনুদ্দীন, শ্রেণী -গ গেজেট নাম্বার -৮২৫, সাইমন, শ্রেণী -গ গেজেট নাম্বার -১৯৭৩, মোঃ আরিফ, শ্রেণী -গ গেজেট নাম্বার -১৯৭৬, রাসেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৮৬, রমজান আলী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৮৭, মাহিম চৌধুরী, শ্রেণী -গ গেজেট নাম্বার -১৯৯১, রিফাত বিন আল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৯৯।

লক্ষ্মীপুর জেলার মোঃ হাছান, শ্রেণী - ক, গেজেট নাম্বার -২৫৮, আবু জুহামুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৮৮১, ব্রাহ্মনবাড়িয়া জেলার মোঃ তানভির হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৩৭, চাঁদপুর জেলার মোহাম্মদ মোস্তফা কামাল নুর, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১০৪৮, নোয়াখালী জেলার শেখ মোঃ রাশেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১০৬৮, মোঃ জসিম উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১০৭৮, মোঃ বেলায়েত হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১০০, মোঃ গিয়াস উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৬৩, মোঃ নাজিম মিয়া, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৮১, মোঃ ইমাম হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৮২।

গেজেট বাতিল করা বরিশাল বিভাগের ২ জন হলেন-

পিরোজপুর জেলার আলী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৩, বরিশাল জেলার নাঈম, শ্রেণী -গ গেজেট নাম্বার -৬৩০।

গেজেট বাতিল করা সিলেট বিভাগের ২৬ জন হলেন-

মৌলভীবাজার জেলার মোঃ আজমল আলী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২, নুর ইসলাম আহমেদ সুজন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৫, মাহমুদুল হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৬, তামিম আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪০, মিনহাজুর রহমান রিমন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪১, দেলোয়ার আহমেদ সেলিম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৬, মোঃ রিয়াদ মাহমুদ রকি, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৯, মোঃ আরিফুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০, শেখ মোঃ মাহফুজুর রহমান মাহিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫১, জমির মিয়া, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫২, মোঃ রায়হান চৌধুরী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৪, মোঃ রুমান আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৫, হুমায়ুন আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৬, তানবির মিয়া, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৭, নবিবুর রহমান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৯, জিসাম হোসেন রাহী, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৩, ইমাদ উদ্দিন আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার - ৮০, মোঃ আলী হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৯, তারেকুল ইসলাম তারেক, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯০, মোঃ সুমন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯১, নাঈম আহমদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৯০৬, সিলেট জেলার ফখরুল হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৫৬, সুনামগঞ্জ জেলার মোঃ রুহুল আমিন, শ্রেণী- -গ, গেজেট নাম্বার -৪৪৫, মোফাজ্জল হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৯১, মোঃ আফতাব উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৭১, আল- হেলাল মোঃ ইকবাল মাহমুদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৮৫, মোঃ মোবারক হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৬০১।

গেজেট বাতিল করা ঢাকা বিভাগের ১৪ জন হলেন-

গাজীপুর জেলার রাসেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৬৭০, জিহাদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৪১৩, মোঃ শাহিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৩৩, মোছাঃ রুমি, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৪৩১, টাঙ্গাইল জেলার খন্দকার রাজ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১০৬৩, রাফিউল নাঈম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৬১, রাশিদুল ইসলাম অনিক, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৬৩, আব্দুল্লাহ আল রাহাত, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৬৬, নরসিংদী জেলার মোঃ মঞ্জুমুল আলম জিসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৯৩২, মাদারিপুর জেলার মোঃ সাইফুল ইসলাম শুভ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৬৮২, মুন্সীগঞ্জ জেলার মুহাম্মদ রিয়াজুল হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৮৩৮, বেলায়েত হোসেন শাহিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৮৩৯, রাজবাড়ী জেলার মজিবর মৃধা, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৯৬৪, কিশোরগঞ্জ জেলার মোঃ মাসুদুর রহমান, শ্রেণী- -গ, গেজেট নাম্বার -৬৪৫, ঢাকা জেলার মোঃ মিরাজ শরীফ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১৪৮২।

গেজেট বাতিল করা রাজশাহী বিভাগের ১৩ জন হলেন-

পাবনা জেলার মোঃ সোহেল রানা, শ্রেণী -গ, গেজেট নাম্বার -২৯৭, বগুড়া জেলার মোঃ সজিব আহমেদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৮৪, রশিদা, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৩৮৯, নিরব কুমার দাস, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১১৪৭, রাজশাহী জেলার মোঃ মেহেদী হাসান অমি, শ্রেণী -গ, গেজেট নাম্বার - ৭৬০, মোঃ নাঈম উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৮০, মোঃ সাইফুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৭৯৬, মেহেদী হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৭৮৯, পলাশ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮০৩, মোঃ জাহিদ হাসান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৩৪, সিরাজগঞ্জ জেলার শ্রী দিপ্ত কুমার, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৬২, মোঃ আলামিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৮৬৪, মোঃ মহিউদ্দিন সরকার, শ্রেণী -গ, গেজেট নাম্বার ৮৭৭।

গেজেট বাতিল করা খুলনা বিভাগের ৯ জন হলেন-

কুষ্টিয়া জেলার মোঃ বদিউজ্জামান বাবুল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৮১, মোঃ ইয়াছিন আহমেদ পাভেল, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৯৮, মোঃ জিয়াউল মালিক, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০৬, মাহাবুল হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১২১৩, মোঃ জুয়েল আক্তার জয়, শ্রেণী -ক, গেজেট নাম্বার -৫০৫, খুলনা জেলার মোঃ মিনারুল ইসলাম, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০১, মোঃ সোহেল, শ্রেণী -খ, গেজেট নাম্বার -৫০৮, মোঃ মিন্টু হাওরাদার, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫০৮, খালিদ শামস প্রান্ত, শ্রেণী -গ, গেজেট নাম্বার- ৫০৯।

গেজেট বাতিল করা রংপুর বিভাগের ৩ জন হলেন-

দিনাজপুর জেলার মোঃ সুমন হোসেন, শ্রেণী -খ, গেজেট নাম্বার -৭৪৫, লালমনিরহাট জেলার মোঃ রাসিফুল ইসলাম প্রধান, শ্রেণী -গ, গেজেট নাম্বার -১২৯৫, ঠাকুরগাঁও জেলার সুমন রায়, শ্রেণী-গ, গেজেট নাম্বার- ৩৮৮।

যে সমস্ত জুলাই যোদ্ধা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বেআইনি ভাবে সরকারের অর্থ আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চার দফা কমার পর ফের বেড়ে ২ লাখ ছাড়ালো স্বর্ণের দাম

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ঐকমত্য কমিশনের প্রতিবেদন বই আকারে উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

একবিংশ শতাব্দীতে হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই: প্রেস সচিব

ঐকমত্য কমিশনের প্রতিবেদন বই আকারে উন্মুক্ত করার আহ্বান

শ্বশুরবাড়ি বা নিজ এলাকায় পদায়ন হবে না: প্রধান উপদেষ্টা

লটারির মাধ্যমেই স্কুলে শিক্ষার্থী ভর্তি, শিক্ষা সচিবকে অভিনন্দন অভিভাবকদের

ঢাকা–বেইজিং সম্পর্ক তৃতীয় কারো নির্দেশনায় পরিচালিত হবে না: চীনা রাষ্ট্রদূত

সিইসির কাছে গণঅধিকার পরিষদের ৯ দফা সুপারিশ

এআই নির্মিত ছবি-ভিডিওর অপপ্রচার ঠেকাতে হবে: প্রধান উপদেষ্টা