হোম > জাতীয়

দুর্ঘটনা তদন্তে আসছে চীনা প্রতিনিধি দল: বিমানবাহিনী

স্টাফ রিপোর্টার

রাজধানীর মাইলস্টোনে বিমান দুর্ঘটনা তদন্ত করতে চীনা তদন্ত দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর পরিচালক (বিমান পরিচালনা) এয়ার কমোডর মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। অনুমান নির্ভর কিছু বলা যাবে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে দুপুর দেড়টার দিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে এয়ার কমোডর শহিদুল ইসলাম জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট সাগরের সঙ্গে এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ ছিল। আমরা সব কিছু তদন্তের আওতায় এনেছি।

প্রেস ব্রিফিংয়ে বিমানবাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক এয়ার কমোডর মিজানুর রহমান জানান, বিমানবাহিনীর একটি সমন্বয় সভা হয়েছে। বিমানবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর জানান, আমাদের এখানে উঁচু ভবন আছে। নো-ফ্লাই জোন হিসেবে কিছু নেই। আমরা রাজউকের অনুমতি নিয়ে ভবনটি তৈরি করেছি।

স্কুলে ৭৩৮ জন উপস্থিত ছিলেন জানিয়ে তিনি আরো বলেন, স্কুল কখন খোলা হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। স্কুল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের ছাত্রদের মানসিক কাউন্সেলিং চলছে।

ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মারুফুল ইসলাম জানান, বার্ন ইউনিটে ভর্তি আছেন ৩৩ জন। আইসিইউতে রয়েছেন ৩ জন। সিএমএইচে ভর্তি আছেন ১১ জন। এছাড়াও মানসিক স্বাস্থ্য কেন্দ্র ইউনিটে ১ জন ভর্তি আছেন।

শীত নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে : ধর্ম উপদেষ্টা

বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভাঙল অতীতের রেকর্ড

ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

পে-স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক জোটের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ভারত নির্বাচন নিয়ে মতামত দেওয়ার অধিকার রাখে না

ভোট পর্যবেক্ষণে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল চার বিভাগে যাবে

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার

যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের আত্মহত্যা

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত নয়