হোম > জাতীয়

গেমসে পদক অর্জনের জন্য সেনাপ্রধানের অভিনন্দন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাংকুয়েট হলে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের ষষ্ঠ সভা ও ২০২৫-২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সাধারণ পরিষদের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ-এর সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভায় সভাপতি বিভিন্ন স্থান থেকে আগত সদস্যদের ধন্যবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্ষম জাতি গঠনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এছাড়া, ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত আরম্ভের পরিকল্পনা সকলকে জানান এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বিওএ’র সম্পাদিত কার্যক্রমের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং একই অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনও অনুমোদিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৮.০০ কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ-এর এ্যাফিলিয়েশন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিওএ’র বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ (২০২৫-২০২৯) পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পরিশেষে কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৯) এর চূড়ান্ত ফলাফল সভায় উপস্থাপন করা হয়।

সভায় সভাপতি নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিবসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় তাদের অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বিদায়ী কমিটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, নির্বাচন কমিশনার এবং কমিশনের সদস্যদের একটি সুশৃঙ্খল ও সফল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআর

‘হঠাৎ স্লোগান দিতে দিতে পিলখানায় ঢোকে ২৫ জন’

পিলখানা হত্যাকাণ্ডের আগে জুয়েলকে ফোনে যে নির্দেশনা দিয়েছিলেন তাপস

আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

‘দূষণমুক্ত শহর গড়তে সিটি কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে’

পিলখানায় কীভাবে হত্যাযজ্ঞে রূপ নিল, উঠে এলো সাক্ষীদের জবানবন্দিতে

খালেদা জিয়া দেশবাসীর অভিভাবক, জাতির ঐক্যের প্রতীক : ব্যারিস্টার অসীম

মেট্রোরেলের নিরাপত্তা আরও জোরদার হচ্ছে

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

তারেক রহমানের দেশে আসতে আইনগত কোনো বাধা নেই

খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল