হোম > জাতীয়

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু

স্টাফ রিপোর্টার

ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন।

শনিবার রাত ১১টার দিকে সংগঠনটির দেড় শতাধিক সদস্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহাবাগে গিয়ে বাসে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছে।

এর আগে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আম জনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু ও তারেক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত শুধু ফেলানীর লাশের ছবি নয়, এই ছবি যেন কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। বিগত ১৫ বছরে আ.লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানীসহ অসংখ্য ভাইবোন বিএসএফের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই নতজানু পররাষ্ট্রনীতি ও রাজনীতিকদের ভারত তোষণনীতির বিরুদ্ধে আমাদের এই লংমার্চ তীব্র ধিক্কার।

তারা আরও বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। আগামী দিনে ভারতীয় যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে।

লংমার্চের গাড়ির বহর সকালে রাজশাহী পৌঁছাবে। সেখানে সামান্য বিরতি শেষে আবার চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। পরে তারা কিরণগঞ্জে ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফতে মিলিত হবেন। সেখানে কয়েক হাজার লোকের সমাবেশ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে যা যা বললেন প্রধান উপদেষ্টা

নির্বাচনের প্রতিটি মুহূর্ত উৎসবমুখর করে রাখবে তরুণরা: প্রধান উপদেষ্টা

সন্ত্রাস ও রক্তপাত করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না

জাতির উদ্দেশে ভাষণে হাদিকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, মস্তিষ্কে অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা