পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
গতকাল শনিবার আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। খবর আইএসপিআর।
সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফ’স কনফারেন্সে অংশ নেবেন।
এছাড়াও তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধান আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।