হোম > জাতীয়

ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুললতীফ বিন আবদুল আজিজ আল-শাইখ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেদ্দা প্রদেশে তার দপ্তরে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটি বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কল্যাণ ও ধর্মীয় সেবায় সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সৌদি মন্ত্রী বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস প্রদান করেন।

শেখ ড. আব্দুললতীফ আল-শাইখ বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও গভীর ও দৃঢ়। তিনি জানান, ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় দাওয়াত, সচেতনতা এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহী, যা সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেন সৌদি মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের বিশাল প্রচেষ্টার প্রশংসা করে বলেন, মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে সৌদি আরবের ভূমিকা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও ধর্মীয় শিক্ষা কার্যক্রমে যৌথ সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং হজ কনসাল আসলাম উদ্দীন।

এসআর

ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস

১২ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৪২১ কোটি টাকা

আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দূতাবাস খুলছে বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরো ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

বিচারকের ছেলেকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হাইকোর্টের রেজিস্ট্রার হলেন মোয়াজ্জেম হোসেন

বাংলাদেশ সাবমেরিন কেবলসের রাজস্ব ও মুনাফা বৃদ্ধি

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

বাংলাদেশ ভৌগোলিকভাবে পৃথক হলেও আত্মার বন্ধন এখনো অটুট