হোম > জাতীয়

গত কয়েক মাসে অন্তত ৮০ জন আততায়ী দেশে ঢুকেছে

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর জুলকারনাইন সায়ের

আমার দেশ অনলাইন

সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত

পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ওই পোস্টে সায়ের লিখেছেন, ‘পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থি গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে।’

তিনি আরো লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বায়েনের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থি গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।’

সায়েরের ভাষ্য, ‘সুব্রত বায়েন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বায়েনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাঈদ ও দিপুর সাথে কথা বলিয়ে দেয়।’

তিনি লিখেছেন, ‘নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়।’

একটি ভারতীয় নম্বর থেকে হাদিকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল

হাদির ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্বেগ

যৌথ বাহিনী পরিচালিত অভিযানে সারা দেশে আটক ৩৩

এভারকেয়ারে ওসমান হাদি

যে কথা বলে হাদির প্রচার টিমে ঢুকেছিল দুই ‘হামলাকারী’

হাদির অপারেশনের পর যা বললেন ঢামেক পরিচালক

ওসমান হাদিকে গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের

হাদিকে দেখতে হাসপাতালে আমার দেশ সম্পাদক

হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

হামলার সময়ে হাদির সঙ্গে থাকা সেই মিসবাহ যা বললেন