কূটনীতিকদের সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গুলশানে ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন তারা।
সিইসি আরও বলেন, কোনো ধরনের প্রশ্ন করেননি কূটনীতিকরা। তারা নির্বাচন কমিশনের উদ্দেশ সম্পর্কে অভিহিত হয়েছেন।