প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি পালনের ওপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন। রোববার সকালে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আগে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি দলীয়ভাবে প্রচারের আহ্বান জানান সিইসি।
সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার।