হোম > জাতীয়

বিমান বাহিনী পরিচালিত সব স্কুলে বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার

বিমান বাহিনী পরিচালিত সব স্কুলে মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন কলেজ (৭টি), বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল এবং ব্লু স্কাই স্কুলে গত মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ হৃদয়বিদারক দুর্ঘটনায় যে সকল কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক প্রাণ হারিয়েছে, তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়া এখনও যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে দগ্ধ/আহত অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে যাচ্ছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এই আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই দুই মহান শিক্ষিকাকে, যাঁরা আগুনের মুখে দাঁড়িয়ে সন্তান সমতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন। শ্রদ্ধার সঙ্গে আরও স্মরণ করা হয় সেই সকল সাহসী শিক্ষার্থীকেও, যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বন্ধুদের উদ্ধারে এগিয়ে এসেছে। উল্লেখ্য যে, উক্ত বিশেষ দোয়া ও মোনাজাতে বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল কলেজের অধ্যক্ষগণসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, মাইলষ্টোন ট্রাজেডিতে দগ্ধ/আহত এবং চিকিৎসাধীন সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের চিকিৎসার তদারকি ও যাবতীয় সার্বিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যেই একটি ২৪ ঘন্টা জরুরী সেবা সহায়তা প্রদান কেন্দ্র স্থাপন করেছে (রুম নং: ৮১১, যোগাযোগ নম্বরঃ ০১৭৬৯-৯৯৩৫৫৮)।

ইতিমধ্যেই বিমান বাহিনীর দুজন সদস্য আহত শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় রক্তদান করেছে। একইভাবে সম্মিলিত সামরিক হাসপাতালেও (সিএমএইচ, ঢাকা) চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা তদারকি ও সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে (জরুরি নম্বর সিএমএইচঃ ০১৮১৫-৯১২৬১৭) ।

বাংলাদেশ বিমান বাহিনী বিশ্বাস করে সকলে একত্রে ধৈর্য ধারণ করে নিয়োজিত দায়িত্ব সুষ্ঠভাবে পালন করলে এই সংকটময় অবস্থা থেকে উত্তরণ সম্ভবপর হবে। বাংলাদেশ বিমান বাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ অব্যাহত রাখবে।

রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে : ধর্ম উপদেষ্টা

বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভাঙল অতীতের রেকর্ড

ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

পে-স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক জোটের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ভারত নির্বাচন নিয়ে মতামত দেওয়ার অধিকার রাখে না: তথ্য উপদেষ্টা

ভোট পর্যবেক্ষণে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল চার বিভাগে যাবে

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর উদ্বোধন প্রধান উপদেষ্টার

যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের আত্মহত্যা

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত নয়

দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া বিপুল অস্ত্র, নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ