হোম > জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয় জেলা কলেজ মনিটরিং সেলের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাকে অধিকতর জীবনমুখী ও যুগোপযোগী করার জন্য কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে অধিভুক্ত কলেজসমূহে বিরাজমান সমস্যা বা উচ্চশিক্ষার মান উন্নয়নের অন্তরায় চিহ্নিত করে তা দূরীকরণের লক্ষ্যে জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেল গঠন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলায় প্রথম মতবিনিময় সভার মাধ্যমে এ সেলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আমানুল্লাহ জানান, জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেলের লক্ষ্য হচ্ছে কলেজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদ, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে কলেজসমূহের বিদ্যমান সমস্যা খুঁজে বের করে, তা সমাধানের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আজিজুল ইসলাম এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার। মুন্সীগঞ্জ জেলার কয়েকটি সরকারি বেসরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, জেলা প্রেস ক্লাবের সভাপতি বাসির উদ্দিন ভূঁইয়া এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তরের পরিচালক সাহাব উদ্দিন আহাম্মদ মতবিনিময় সভায় বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি

দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে নাগরিকদের সক্রিয় ভূ‌মিকা রাখতে হবে

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে সম্মাননা পেলেন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা

ভোটের ছুটিতে কী করা যাবে, কী করা যাবে না

দেশজুড়ে সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫০৪

পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা

গণভোট নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ফের বাড়তে পারে শীতের তীব্রতা