হোম > জাতীয়

প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

আমার দেশ অনলাইন

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময় ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। সম্প্রতি এমন খবর প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় প্রবাসীরা। এর পরিপ্রেক্ষিতে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন। তার ফেসবুক পোস্টটি আমার দেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

‘‘মিথ্যে বনাম সত্য

অন্তর্বর্তীকালীন সরকার বা আমার সম্পর্কে মিথ্যেচার নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। এ সম্পর্কে প্রকৃত তথ্য নিচে তুলে ধরছি।

মিথ্যা: সরকার নতুন নিয়ম করেছে একটার বেশি মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে।

সত্য: শেখ হাসিনা আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনসেটের সাথে মাত্র একটা নতুন সেট আনতে পারত। প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার আরো বেশি (২টা নতুন) ফোনসেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত সেটের সাথে ২টা নতুন সেট আনতে পারছে। ২টার বেশি আনলে অতিরিক্তটার জন্য শুধু ট্যক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এই আইনটা করেছে প্রবাসীদের সুবিধা দেয়ার জন্য। তবে এই সুবিধা বিএমইটি (প্রবাসী কল্যান মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য। অন্যদের জন্য আগের নিয়মই প্রযোয্য থাকছে।

মিথ্যা: প্রবাসী ভাইদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে।

সত্য: শুধু প্রবাসীদের জন্য এ ধরনের কোনো আইন করা হয়নি। প্রকৃত তথ্য হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোনসেট ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটের এর রেজিস্ট্রেশন করতে হবে। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোয্য। মানে হচ্ছে এটি দেশে থাকা মানুষ বা দেশে আসা প্রবাসী সবার জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাদাবাজি, জুয়া এসব নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। কাউকে হয়রানিতে ফেলার জন্য না, বরং হয়রানি থেকে বাচার জন্য এই আইন করা হয়েছে।

প্রবাসী ভাইদের কাছে আবেদন: গুজবকারী ও গিবতকারীদের থেকে সতর্ক থাকুন। মিথ্যে গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ। গুজব কোন জায়গায় গেছে দেখেন: কেউ কেউ এই অবিশ্বাস্য তথ্য প্রচার করছে প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন! এই সব জঘন্য মিথ্যেচারকে প্রতিরোধ করুন।

(আমি জানি, আরো কিছু বিষয়ে আপনাদের প্রশ্ন আছে। সেগুলো আমি দ্রুত জানাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।)’’

মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো ৩ মাস

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২২ জনকে আটক

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

পদত্যাগপত্রে কী লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

৪ হাজার কোটি টাকা আত্মসাৎ, ৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা

ফাঁকা হওয়া মন্ত্রণালয়ে কারা আসছেন

৬৫৫০২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন ১০ম গ্রেড

অবরুদ্ধের ৬ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

আসিফ ও মাহফুজের পদত্যাগ কখন থেকে কার্যকর হবে জানালেন প্রেস সচিব

নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের