হোম > জাতীয়

আইনের শাসন, মানবাধিকার ও নৈতিকতার সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

সেমিনারে ঢাকা বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার

আইনের শাসন, মানবাধিকার ও নৈতিকতার সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়—এ মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে আহছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির আয়োজনে ‘বিশ্ব ভ্রাতৃত্ব: দর্শন ও কর্মকৌশল’ শীর্ষক জাতীয় সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইনের শাসন, মানবাধিকার ও নৈতিকতার সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রশাসনের প্রতিটি স্তরে মানবিক দৃষ্টিভঙ্গি এবং নাগরিকের মর্যাদার প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা গেলে রাষ্ট্র ও সমাজের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাম ক্লাব–২৫-এর উপদেষ্টা ড. কাজী এম. এহছানুর রহমান। তিনি বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বিশ্ব ভ্রাতৃত্বের দর্শন স্রষ্টার একত্বে পূর্ণ বিশ্বাস থেকে উদ্ভূত। তিনি সমগ্র সৃষ্টিকে একই পরিবারের অংশ হিসেবে বিবেচনা করতেন এবং মানুষে মানুষে, এমনকি জীব ও জড়ের মধ্যেও কোনো ভেদাভেদ না করে সার্বজনীন ভালোবাসা ও সেবার ওপর গুরুত্ব দিতেন। এই দর্শন ‘সৃষ্টের সেবা’ ও ‘মানবতার ধর্ম’ ধারণার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তিনি বিশ্বাস করতেন, স্রষ্টা ও সৃষ্টির প্রতি ভালোবাসা থাকলেই বিশ্বে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা সম্ভব—যা তাঁর দর্শন ও শিক্ষার মূল ভিত্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।

এ ছাড়া বক্তব্য রাখেন খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক আলহাজ এ. এফ. এম. এনামুল হক, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব প্রমুখ।

ভারতীয়দের তাণ্ডবের পর ভিসা সার্ভিস বন্ধ

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

অবৈধভাবে স্কুলে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি: মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

বেনজীরের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করছে দুদক

সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাদিক কায়েম

নির্ধারিত সময়ে নির্বাচন হবে : মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

সড়ক বিভাগের নতুন সচিব জিয়াউল হক

সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা ছাপাখানার

জামায়াত সম্পর্কে যা বলেছিলেন সাংবাদিক নূরুল কবীর

আজও রেকর্ড ভেঙ্গে বাড়ল স্বর্ণের দাম