হোম > জাতীয়

সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো গণভোটে, বাকিগুলো দ্রুত বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদের থাকা ৮৪টি সংস্কার প্রস্তারের মধ্যে সংবিধান সম্পর্কিত ৪৮টি বিষয় গণভোটে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেন, সনদের যেসব প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। আর সংবিধান সংম্পর্কিত ৪৮টি বিষয় বাস্তবায়নে একসঙ্গে গণভোট হবে।

গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সরকারকে নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে না দেওয়ার কথা জানিয়ে সুপারিশে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো দিন গণভোট আয়োজন করা যেতে পারে। এ বিষয়ে আলী রীয়াজ বলেন, প্যাকেজ আকারে একটি প্রশ্নে গণভোট হবে। সেখানে সনদ ও খসড়া বিল সমর্থন করা হচ্ছে কি-না, তা জানতে চাওয়া হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদের প্রথম ৯ মাস (২৭০ দিন) নিয়মিত সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাস হলে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে সংবিধান সংস্কার পরিষদ। তবে এ ক্ষেত্রে ঐকমত্য কমিশন বিকল্প আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো খসড়া বিল (সংবিধান সংশোধনী আইনের খসড়া) আকারে তৈরি করবে সরকার। বিলটি গণভোটে দেওয়া হবে। গণভোটে তা পাস হলে সংবিধান সংস্কার পরিষদ মূলভাব ঠিক রেখে প্রস্তাবগুলো অনুমোদন করবে। আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে তা অনুমোদন না করলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে।

এর আগে সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ওপদ্ধতির পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন।

ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব সরকারি চাকরিজীবীদের

খালেদ মহিউদ্দিনকে স্টুপিড বলে ডাকতেন সালমান এফ রহমান

নির্বাচনি প্রস্তুতি: প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

রোগীদের সুখবর দিল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

প্রান্তিকে চিকিৎসা কাঠামো থাকলেও বাস্তবায়ন নেই

নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট কী প্রভাব ফেলতে পারে

অনৈক্য রেখেই বিদায় ঐকমত্য কমিশনের

সারের কৃত্রিম সংকট

আরপিও সংশোধন: বিএনপির দাবি ইসিতে নাকচ