হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার ভাষণে উঠে আসবে গণভোটসহ ৩ প্রসঙ্গ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান উপদেষ্টার এই ভাষণ খুবই সংক্ষিপ্ত হবে। সচরাচর জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্প্রচারের আগে রেকর্ড হয়ে থাকলেও আজ সরাসরি সম্প্রচার হবে। জুলাই আদেশ বাস্তবায়ন সম্পর্কিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই তিনি ভাষণ আকারে পাঠ করবেন। জুলাই সনদের বিষয় ছাড়াও তার ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গও আসতে পারে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশসহ গণভোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। ভাষণের আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারই সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে।

আরো জানা যায়, উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণের পর আগামী সপ্তাহের শুরুতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি হতে পারে। তবে আদেশ রাষ্ট্রপতি জারি করবেন, নাকি প্রধান উপদেষ্টা জারি করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বৈঠকে বিষয়টির আইনি দিক পর্যালোচনা করা হবে। আইনগত কোনো জটিলতা না থাকলে প্রধান উপদেষ্টাই জারি করবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। না হলে রাষ্ট্রপতির মাধ্যমেই আদেশ জারি করা হবে।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না: প্রধান উপদেষ্টা

প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে: তথ্য উপদেষ্টা

জুলাই গণহত্যার প্রথম রায় শিগগিরই: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে দেয়া ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা

গণভোটে যে ৪ বিষয়ে হ্যাঁ-না

প্রথমবার দেশে গুমের মতো অপরাধের বিচার শুরু হয়েছে

সংসদ ও গণভোট একই দিনে