হোম > জাতীয়

পদ্মা নদী থেকে নির্গত হচ্ছে গ্যাস, বালুতেও জ্বলছে আগুন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পাড় ও পানির মধ্যে থেকে গ্যাস নির্গত হচ্ছে। সেখানে প্রায় অর্ধশত বুদ্বুদ দেখা যাচ্ছে। আগুন দিলে বালুতেও জ্বলে উঠছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদ্বুদ দেখতে পান স্থানীয়রা। গভীর রাত পর্যন্ত উৎসুক মানুষ সেখানে ভিড় করেছিলেন। বুধবার সকাল থেকেও আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা নদীপাড়ে ভিড় করছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ।

বুধবার দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নদীর পানি ও পাড়ে প্রায় অর্ধশত স্থান থেকে বুদ্বুদ উঠছে। এর মধ্যে বালুর বুদ্বুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দও পাওয়া যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানিয়েছেন, সম্প্রতি নদীর এই স্থানটিতেই নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসেছিল। তারা জানিয়েছিলেন, পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে ওপরের দিকেই চলে আসছেন। এখন তারা ধারণা করছেন, সেটি গ্যাসের চাপ ছিল।

ওই এলাকার আরেক বাসিন্দা পিয়াস উদ্দিন বলেছেন, কয়েকদিন ধরে নদীর পানি কমছে। গতকাল এলাকার লোকজন এসব বুদ্বুদ দেখতে পান। তার পর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমির উদ্দিন বলেছেন, ‘এখানে অসংখ্য বুদ্বুদ দেখা যাচ্ছে। গ্যাসের কারণে এটি হচ্ছে কি না তা আমরা জানি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা এসে দেখবেন।’

গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। তিনি ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না, তা জানতে পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সরকার-বিএনপি মুখোমুখি

চার দফা কমার পর ফের বেড়ে ২ লাখ ছাড়ালো স্বর্ণের দাম

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ঐকমত্য কমিশনের প্রতিবেদন বই আকারে উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

একবিংশ শতাব্দীতে হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই: প্রেস সচিব

ঐকমত্য কমিশনের প্রতিবেদন বই আকারে উন্মুক্ত করার আহ্বান

শ্বশুরবাড়ি বা নিজ এলাকায় পদায়ন হবে না: প্রধান উপদেষ্টা

লটারির মাধ্যমেই স্কুলে শিক্ষার্থী ভর্তি, শিক্ষা সচিবকে অভিনন্দন অভিভাবকদের

ঢাকা–বেইজিং সম্পর্ক তৃতীয় কারো নির্দেশনায় পরিচালিত হবে না: চীনা রাষ্ট্রদূত

সিইসির কাছে গণঅধিকার পরিষদের ৯ দফা সুপারিশ