হোম > জাতীয়

বিশ্বনবীর আদর্শই বিশ্বমানবতার সর্বোত্তম আদর্শ

তমুদ্দুন মজলিসের আলোচনা সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার

তমুদ্দুন মজলিসের আলোচনা সভায় বক্তারা বলেন, অশান্তি-বিক্ষুব্ধ আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর আদর্শের কোন বিকল্প নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ। স্রষ্টা প্রদর্শিত পথে মানবজাতিকে পরিচালনার জন্য যুগে যুগে নবী রাসূলরা এসেছেন, এমনকি অমুসলিম মনীষীরাও স্বীকার করেছেন মুহাম্মদ (স.) এর পথ অনুসরণের মাধ্যমে আজকের বিশ্ব সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারে।

শনিবার বিকেলে পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) ও তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, উপমহাদেশের পূর্বাঞ্চলে বাংলাদেশ নামে যে স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে বিদ্যমান তার অভ্যুদয় সম্ভবই হতো না, যদি এই অঞ্চলে বিশ্বনবীর আদর্শের অনুসারীদের বিপুল সংখ্যাধিক্য প্রতিষ্ঠিত না হতো। কিন্তু দুঃখের বিষয় আজকের মুসলিম বিশ্বও মহানবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে জিল্লতীর মধ্যে দিনাতিপাত করছে।

বক্তারা তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে বলেন, পাকিস্তান ভাগের পর বাংলাদেশের সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র না থাকায় তমুদ্দুন মজলিস সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে। ভাষা আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতীয় জাগরণ সৃষ্টি করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অসামান্য অবদান রাখে। তমুদ্দুন মজলিসকে অনেকেই শুধু ভাষা আন্দোলনের প্রতিষ্ঠান হিসেবেই চিনে কিন্তু ভাষা আন্দোলনের পথ বেয়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ফলে বলা যায় তমুদ্দুন মজলিস স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশে বর্তমানে চলমান সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য তমুদ্দুন মজলিসের আদর্শে দেশের প্রতিটি জনগণকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে।

তমুদ্দুন মজলিস মরহুম মনীষী ভাষা সৈনিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমসের আলী, সাবেক সচিব ও ডিজি আ.জ.ম শামসুল আলম ও মজলিসের সাবেক সম্পাদক শাহাবুদ্দীন খান প্রমুখের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়।

তমুদ্দুন মজলিসের সভাপতি বিশিষ্ট গবেষক ও সাবেক কূটনৈতিক অধ্যাপক. মুহাম্মদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, সিনিয়র সাংবাদিক মোবায়েদুর রহমান, সাধারণ সম্পাদক মেজর(অবঃ) জামিল আহমেদ প্রমুখ।

বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি

দুর্নীতিকে অগ্রহণযোগ্য করতে নাগরিকদের সক্রিয় ভূ‌মিকা রাখতে হবে

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে সম্মাননা পেলেন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা

ভোটের ছুটিতে কী করা যাবে, কী করা যাবে না

দেশজুড়ে সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫০৪

পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা

গণভোট নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ফের বাড়তে পারে শীতের তীব্রতা

আগামী সপ্তাহে টানা ৪ দিনের ছুটির সুযোগ