হোম > জাতীয়

রাখাইনে হাসপাতালে বিমান হামলার নিন্দা বাংলাদেশের

আমার দেশ অনলাইন

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে।

এতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাগুলোর সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করে জানিয়েছে, কোনো ধরনের বৈষম্য ছাড়াই আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এসব স্থাপনা ও নাগরিকদের রক্ষা করতে হবে। একইসঙ্গে রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠী—রোহিঙ্গা ও রাখাইনসহ—সহিংসতার বাইরে রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী ম্রাউক-উতে এ হামলার ঘটনা ঘটে।

এনইআইআর চালুর নতুন তারিখ ১ জানুয়ারি

আজ মহান বিজয় দিবস

হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ভরা মৌসুমেও নেই শীত, নেপথ্যে বাড়তি উষ্ণতা

আদালতে যা বললেন আনিস আলমগীর

হাদিকে নিয়ে সিইসির মন্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বলে কিছু ছিল, জানতেনই না সাংবাদিকরা

আগ্নেয়াস্ত্রের রিটেইনার নিয়োগের শর্ত ও যোগ্যতা কি কি

মানবতাবিরোধী অপরাধীদের দলকে কোনো দেশই কর্মকাণ্ড চালাতে দেয় না: প্রেস সচিব

হাদির রক্তের কসম খেয়ে যা বললেন মাহমুদুর রহমান