হোম > জাতীয়

হাদির অপারেশনের পর যা বললেন ঢামেক পরিচালক

আমার দেশ অনলাইন

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এখন তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, তার মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।

তিনি বলেন, পরিবারের সম্মতিতেই তাঁকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।

এর আগে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

জানা গেছে, দুর্বৃত্তদের গুলি হাদির বাম কানের নিচে বিদ্ধ হয়। পরে তার সাথে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

হাদির ওপর হামলার প্রতিবাদে কাল ১২টায় শাহবাগে গণ প্রতিরোধ সমাবেশ

হাদির স্বজনদের খোঁজ নিলেন জোবাইদা রহমান

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সারা দেশের প্রার্থীরা, কী বলছেন বিশ্লেষকরা

হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জাবিতে বিক্ষোভ

দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হাদির, কন্ডিশন খুবই খারাপ

একটি ভারতীয় নম্বর থেকে হাদিকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল

হাদির ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্বেগ

যৌথ বাহিনী পরিচালিত অভিযানে সারা দেশে আটক ৩৩