আহ্বান সেনা প্রধানের
সাঁজোয়া কোরের সদস্যদের ভবিষ্যতে দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস)-এ অনুষ্ঠিত সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সাঁজোয়া কোরের সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তিনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে প্রতিটি সদস্য দেশ সেবায় অসামান্য অবদান রাখবে।
সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস এ পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোর এর কর্নেল কমান্ড্যান্ট; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।
সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় এই কোরের গুরুত্বপূর্ণ অবদানের কথা সশ্রদ্ধ চিত্তে উল্লেখ করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে, তিনি এসিসিএন্ডএস-এ একটি বৃক্ষরোপন করেন এবং অধিনায়কগণের সাথে এক স্মৃতিময় আলোকচিত্রে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোর এর কর্নেল কমান্ড্যান্ট; ডিজি এনএসআই; এডজুটেন্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট এসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডসহ সকল সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন